Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Haldia

TMC: জামিনে মুক্ত হিংসার ঘটনায় অভিযুক্ত চার শ্রমিক নেতা, দু’জনকে বহিষ্কার করল তৃণমূল

বুধবার শেষ মুহূর্তে তাঁদের বিরুদ্ধে মামলায় পুলিশ ৩০৭ ধারা যোগ করা সত্ত্বেও চার শ্রমিক নেতাকে জামিনে মুক্তি দিল হলদিয়া মহকুমা আদালত।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২৩:৪২
Share: Save:

দিন ভর টানটান উত্তেজনার মাঝে অবশেষে হলদিয়া আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত পেলেন হিংসার ঘটনায় অভিযুক্ত শ্রমিক নেতা সেখ মইনুদ্দিন, সৌমেন বাগ, তাপস মাইতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বুধবার শেষ মুহূর্তে তাঁদের বিরুদ্ধে মামলায় পুলিশ ৩০৭ ধারা যোগ করা সত্ত্বেও চার শ্রমিক নেতাকে জামিনে মুক্তি দিল হলদিয়া মহকুমা আদালত। এর পরই তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি পদে থাকা তাপস ও বিশেষ পর্যবেক্ষক পদে থাকা সঞ্জয়কে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

অভিযুক্তদের পক্ষের আইনজীবি বিমল কুমার মাজী বলেন, “পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৪২৭, ৩০৭, ৫০৬, ১২০বি, ৩৪ ধারায় অভিযোগ এনেছিল। তবে মামলাকারী কারখানা কর্তৃপক্ষের অভিযোগে কোথাও মারামারি, রক্তপাত বা মারপিটের মতো কোনও বিষয় ছিল না। তাই চার অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিচারক।’’ যে কারখানায় হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে, ওই কারখানা চত্বরের কাছে তাঁদের না যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে আদালত। এ ছাড়া সপ্তাহে এক দিন তদন্তকারী পুলিশ আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে।

দল থেকে বহিষ্কার বিষয়ে সঞ্জয়ের সাফাই, ‘‘আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম এই মাসের ১ তারিখে। সদ্য সুস্থ হয়ে গতকালই হলদিয়ায় এসেছিলাম। তবে দল যা ভাল বুঝেছে, করেছে। এই বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’’

রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, “তাপস ও সঞ্জয়কে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হল। সেই সঙ্গে দল থেকেও বহিষ্কার করা হল এই দুই শ্রমিক নেতাকে। নতুন সভাপতি করা হল শিবনাথ সরকারকে। পর্যবেক্ষক পদটি আর থাকছে এখন থেকে।’’

তৃণমূলের ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ‘‘মুখ্যমন্ত্রী চান শিল্প ও শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। কারখানাকে অচল করে কোনও আন্দোলনকে সংগঠন সমর্থন করে না।’’

অন্য বিষয়গুলি:

Haldia TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy