Advertisement
১৩ নভেম্বর ২০২৪

জল বাড়ছে নদীতে, যান চলাচল বন্ধ চাতালে

জল বাড়ছে শিলাবতী, কংসাবতী, কেঠিয়া-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর-সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি।

ভেসে গিয়েছে রাস্তা। —নিজস্ব চিত্র।

ভেসে গিয়েছে রাস্তা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ২৩:৫৪
Share: Save:

জল বাড়ছে শিলাবতী, কংসাবতী, কেঠিয়া-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর-সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি। সোমবার দুপুর থেকে ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ক্ষীরপাই সংলগ্ন মনসাতলা চাতালে (কজওয়ে) জল উঠতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মহকুমা সেচ দফতর সূত্রের খবর, সোমবার সকাল থেকেই কেঠিয়া নদীর জল প্রাথমিক বিপদ সীমার উপর দিয়ে বইছে। শিলাবতী, ঝুমি নদীর জলও বাড়তে শুরু করেছে। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “নদীতে জল বাড়ছে। মনসাতলা চাতালে জল উঠে যাওয়ায় ছোট গাড়ি চলছে না। পরিস্থিতির উপর নজর রাখছি।”

অন্য বিষয়গুলি:

Flood Midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE