Advertisement
২৩ নভেম্বর ২০২৪

হাতির হানায় ক্ষতি, বিট অফিসে বিক্ষোভ

হুলা জ্বালানো, পটকা ফাটানোই সার। লোকালয় থেকে একচুলও সরেনি হাতির দল। ফল, ফসলের ক্ষতি। তছনছ একাধিক বাড়িঘরও। দিশাহারা বন দফতরও। দিন কয়েক আগে ঘাটাল-চন্দ্রকোনা রাস্তা অবরোধ করেন চন্দ্রকোনার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:৩৫
Share: Save:

হুলা জ্বালানো, পটকা ফাটানোই সার। লোকালয় থেকে একচুলও সরেনি হাতির দল। ফল, ফসলের ক্ষতি। তছনছ একাধিক বাড়িঘরও। দিশাহারা বন দফতরও। দিন কয়েক আগে ঘাটাল-চন্দ্রকোনা রাস্তা অবরোধ করেন চন্দ্রকোনার বাসিন্দারা। তারপরেও ক্ষতির বহর না কমায় এ বার চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট অফিস ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। রবিবার সকাল থেকে ঘণ্টা দু’য়েক চলে বিক্ষোভ। তারপরে বন দফতর জানাতে পারেনি, হাতির পালকে কবে অন্যত্র সরানো হবে।

বন দফতরের মেদিনীপুর বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “রবিবার রাতেই হাতির পাল সরাতে পদক্ষেপ করা হবে। আমরা চেষ্টা করছি। মানুষের ক্ষোভ স্বাভাবিক। তবে কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।” হাতির দলের তাণ্ডব চলছিলই। গত শুক্রবার ও শনিবার চন্দ্রকোনার বিভিন্ন গ্রামে দলমার দাঁতালের দাপটে কয়েকশোএকর জমির আলু ও সব্জির ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ৪০টি হাতির পাল এখনও ধামকুড়িয়া ও সংলগ্ন জঙ্গলে ঘোরাফেরা করছে। এর জেরেই রবিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় অযোধ্যা, শোলাগেড়িয়া, যাদবনগর, পানশিউলি, বনকাঠি-সহ কুড়ি-বাইশটি গ্রামের বাসিন্দারা ধামকুড়িয়া বিট অফিসে এসে জড়ো হন। তারপরই শুরু হয় বিক্ষোভ। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশের অভিযোগ, “হাতি আমাদের সব ফসল শেষ করে দিয়েছে। ধানেরও দফারফা। হাতির পালকে অনত্র সরানোর দাবিতেই এই বিক্ষোভ।” বন দফতরের একাধিক অফিসে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশ।

অন্য বিষয়গুলি:

Elephant Chandrakona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy