Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
digha

Digha: সহজেই জানা যাবে প্রাণীদের প্রজাতি, দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম শুরু হচ্ছে ডিএনএ পরীক্ষা

সামুদ্রিক প্রাণীদের গবেষণাগার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৩
Share: Save:

সামুদ্রিক প্রাণীদের গবেষণাগার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম। সেখানে সংরক্ষিত আছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর দেহ, যার মধ্যে আবার অনেক বিরল প্রাণীও রয়েছে। এখানেই রয়েছে বিশালাকায় সি-হোয়েল (সামুদ্রিক তিমির কঙ্কাল), যা দেখতে সারা বছর পর্যটকদের ভিড় দেখা যায়। এ বার ওই মেরিন অ্যাকোয়ারিয়ামের গবেষণাগারেই করা যাবে প্রাণীর ডিএনএ পরীক্ষা। বৃহস্পতিবার ভারতীয় প্রাণী বিজ্ঞান সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া)-এর ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় এর সূচনা করেন।

ধৃতি বলেন, ‘‘সামুদ্রিক প্রাণীদের গবেষণার ক্ষেত্রে এক নতুন দিক খুলে গেল দিঘায়। যে কোনও গবেষণা ও জীববিদ্যার রহস্য উন্মোচনের ক্ষেত্রে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার যে কোনও প্রাণীর জেনেটিক বিভাজন সহজেই করতে পারব আমরা। এ ছাড়াও কোনও নতুন প্রাণীর সন্ধান পেলে তার প্রজাতি কী, আগে এমন কোনও প্রাণী আবিষ্কার হয়েছিল কি না বা কোনও বিস্ময়কর প্রাণীর আবিষ্কার হল কি না, এ সব সহজেই তা জানতে পারব।’’

করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামটি। বৃহস্পতিবার গোটা মেরিন অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখেন সর্বেক্ষণের প্রতিনিধিরা।

অন্য বিষয়গুলি:

digha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy