Advertisement
০৪ জুলাই ২০২৪
Coronavirus Lockdown

টাকা ফিরবে কী করে! ধোঁয়াশা

কিন্তু ওই তালিকায় থাকা যোগ্য নন, এমন যে সব ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা ফেরত নেওয়া হবে কী ভাবে!

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পাঁশকুড়া শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৪:৫৬
Share: Save:

‘আমপান’ ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে জেলার বিভিন্ন এলাকায় স্বজন পোষণের অভিযোগ উঠেছে। এমনই অভিযোগের ভিত্তিতে কোলাঘাট ব্লকের ৫১২ জনের নাম সম্বলিত প্রথম দফার ক্ষতিগ্রস্ত- তালিকা ফের যাচাই করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কিন্তু ওই তালিকায় থাকা যোগ্য নন, এমন যে সব ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা ফেরত নেওয়া হবে কী ভাবে! বুধবার এই প্রশ্ন তুলে এবং ভুয়ো ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে জেলা বিপর্যয় আধিকারিককে চিঠি দিয়েছে এসইউসি। যদিও টাকা কীভাবে ফেরত নেওয়া সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানাচ্ছে কোলাঘাট ব্লক প্রশাসন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতির জন্য রাজ্য সরকার এককালীন ২০ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। কোলাঘাট ব্লকে প্রথম দফায় ৫১০ জনকে বাড়ি মেরামতির অর্থ সাহায্যের জন্য তালিকা বানানোর নির্দেশ দেয় জেলা প্রশাসন। সেই মতো ব্লক প্রশাসন ৫১২ জনের নামের তালিকা চূড়ান্ত করে জমা দেয় জেলায়। সেই তালিকায় থাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে জমা পড়েছে সরকারের দেওয়া আর্থিক সাহায্য। এরপরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা বানানোর ক্ষেত্রে বেনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ আসতে থাকে। অভিযোগ পেয়ে আপাতত নতুন তালিকা তৈরির কাজ চলছে।

কিন্তু জমা পড়া টাকা ফেরত নেওয়া হবে কীভাবে!

এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘টাকা কীভাবে ফেরানো হবে ঠিক করবে সংশ্লিষ্ট ব্লকই।’’ কোলাঘাটের বিডিও মদন মণ্ডল বলেন, ‘‘বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’’ আবার কোলাঘাট পঞ্চায়েত সমিতির এক পদাধিকারির কথায়, ‘‘টাকা ফেরানোর রাস্তা একটাই। ওই ব্যক্তিকে বুঝিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলিয়ে জমা নিতে হবে। এ ছাড়া কোনও বিকল্প দেখছি না।’’

তালিকা তৈরির দুর্নীতিতে অধিকাংশ ক্ষেত্রই নাম জড়িয়ছে শাসকদল তৃণমূলের। দলের তরফে কি এ নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে? এ ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী বলেন, ‘‘শিশির অধিকারী বলেন, ‘‘দল তো সরকারের বাইরে নয়। তাই ক্ষতিগ্রস্ত হিসাবে যদি ভুল করেও কারও অ্যাকাউণ্টে টাকা চলে যায়, তাহলে প্রশাসন তদন্ত করে টাকা ফেরতের ব্যবস্থা করবে।’’

অন্যদিকে, এ দিনের তাঁদের কর্মসূচি প্রসঙ্গে এসইউসির কোলাঘাট ব্লক কমিটির নেতা মধুসূদন বেরা বলেন, ‘‘সঠিক তদন্ত না করেই ৫১২ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছ্ল। আমাদের দাবি, যাঁরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত না হয়েও টাকা পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর কোনও রাজনৈতিক রং না দেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নতুন তালিকায় স্থান দেওয়া হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Cyclone Amphan Cyclone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE