Advertisement
২৬ নভেম্বর ২০২৪
campaign

মানুষের মন জয়ে ঘরে বিধায়করা

বুধবার দাসপুরে বেনাই গ্রামে গিয়ে চাষিদের হাত থেকে ধানের আঁটি কেড়ে নিয়ে ধান ঝেড়েছেন বিধায়ক মমতা ভুঁইয়া।

ধান ঝাড়ছেন মমতা ভুঁইয়া। দাসপুরের বেনাই গ্রামে। ছবি: কৌশিক সাঁতরা।

ধান ঝাড়ছেন মমতা ভুঁইয়া। দাসপুরের বেনাই গ্রামে। ছবি: কৌশিক সাঁতরা।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০২:৪৪
Share: Save:

মহকুমায় শুরুটা করেছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। ‘বঙ্গধ্বনি যাত্রা’য় বেরিয়ে সেই একই পথ ধরলেন দুই মহিলা বিধায়ক, দাসপুরের মমতা ভুঁইয়া ও চন্দ্রকোনার ছায়া দোলই। মানুষের মন জয়ে গ্রাম সফরে বেরিয়ে ধান ঝাড়ছেন মমতা। গ্রাম্য বৈঠকে ঢুঁ মারা থেকে ছেলেমেয়ের পড়াশোনা, গৃহস্থের খুঁটিনাটির ছায়াও।

সামনেই বিধানসভা ভোট। তার আগে এখন থেকেই জনসংযোগে মরিয়া রাজনৈতিক দলগুলি। শুরু হয়েছে জন সমর্থন আদায়ের লড়াই। বিজেপির চলছে ‘আর নয় অন্যায়’, ‘আর নয় অসুরক্ষা’-সহ একাধিক কর্মসূচি। আর তৃণমূলের চলছে ‘বঙ্গধ্বনি কর্মসূচি’ চলছে। আর সেই সফরে বেরিয়েই কখনও রান্না, কখনও আবার কঞ্চি কেটে, ইট বইয়ে, মহিলাদের হাত থেকে কলসি নিয়ে পানীয় জল ভরে দিয়ে জন সংযোগে মেতেছেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। এখন নিয়ম করেই তাঁর এই কর্মকাণ্ড সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সহ সিপিএম-কংগ্রেস। তা বলে পিছু হটেননি শঙ্কর। তাঁর বক্তব্য, “ভাল কাজের সমালোচনা সব সময় হয়। এ ক্ষেত্রেও হচ্ছে।’’

বুধবার দাসপুরে বেনাই গ্রামে গিয়ে চাষিদের হাত থেকে ধানের আঁটি কেড়ে নিয়ে ধান ঝেড়েছেন বিধায়ক মমতা ভুঁইয়া। সেই সঙ্গে গ্রাম ঘুরে বয়স্ক মানুষজনের শরীর-স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, কে, কতটা আনাজ লাগিয়েছেন, কেমন ফলন হচ্ছে তার খবরও নিচ্ছেন বিধায়ক। বিরোধী বিজেপির সমালোচনাকে পাত্তা না দিয়ে মমতা বলেন, “ধান ঝাড়ছি তো কী হয়েছে। দল এখন সাধারণ মানুষের সঙ্গে মিশতে বলেছে। আমি তাই করছি। কে, কী বলল, আমার কিছু যায় আসে না। গ্রামের মানুষ তো সবাই আমার সঙ্গেই রয়েছেন।’’

তৃণমূলের এই জনসংযোগ প্রতিযোগিতায় ঘাটালের এই দুই বিধায়কের থেকে পিছিয়ে নেই চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলইও। কর্মীদের উজ্জীবিত করতে গ্রাম ঘুরে মিছিলে হাঁটছেন তিনি। নিয়ম করে গৃহস্থের খোঁজখবরও নিচ্ছেন। মন্দিরে গিয়ে পুজো দেওয়া, কখনও আবার প্রত্যন্ত গ্রামে ঢুকে মহিলাদের কাছে চোলাই মদ বন্ধ হয়েছে কিনা জানছেন, করোনা কালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোথায় সমস্যা, ছেলেমেয়ের পড়াশোনা-সহ সংসারের নানা টুকিটাকি কথা জেনে সাধারণ মানুষের মন বোঝার চেষ্টা করছেন ছায়া। ছায়ার কথায়, “দিদি শুধু রিপোর্ট কার্ড পৌঁছতে বলেনি। সাধারণ মানুষ কেমন রয়েছেন, তার খোঁজও নিতে বলেছে। তাছাড়া সবাই তো আমার পরিচিত। এলাকায় যাচ্ছি, সবাই কেমন আছেন তা তো জানবই।’’

অন্য বিষয়গুলি:

Campaign TMC MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy