Advertisement
২৩ নভেম্বর ২০২৪

কলেজের বাইরে ধুন্ধুমার এবিভিপি-টিএমসিপির

বুধবার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে গেটে বাইরে দু’পক্ষের সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন এবিভিপি সমর্থক। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা
পটাশপুর শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০০:০৪
Share: Save:

কলেজের গেটের বাইরে ধুন্ধুমার। এবিভিপি বনাম তৃণমূল ছাত্র পরিষদ।

বুধবার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে গেটে বাইরে দু’পক্ষের সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন এবিভিপি সমর্থক। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি। গেরুয়া শিবিরের অভিযোগ, কলেজে ছাত্র ভর্তিতে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল তারা। তাই ‘বহিরাগত’দের সাহায্য নিয়ে তাদের মারধর করেছে টিএমসিপি। যদিও শাসক দলের ছাত্র সংগঠন অভিযোগ মানতে নারাজ।

ওই কলেজে গত ২ জুলাই এবিভিপি ছাত্র ইউনিট খোলে। কলেজে প্রথম বর্ষের ছাত্র ভর্তিতে দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলে দিন পনেরো আগে কলেজের অধ্যক্ষ এবং পরিচালন কমিটির সভাপতির কাছে অভিযোগ জানায় এবিভিপি। তাদের দাবি, ওই ঘটনার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। টিএমসিপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তারা। এ দিন দুপুর ৩টে নাগাদ কলেজের গেটের বাইরে এবিভিপি ছাত্র সমর্থকেরা কলেজের গেটে পতাকা বেঁধে দুর্নীতির অভিযোগে স্লোগান দিচ্ছিলেন। পরে পথ অবরোধও করেন তাঁরা। এরপরই শুরু হয় উত্তেজনা। এবিভিপির অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মী তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহেদ আলির নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সমর্থক তাঁদের উপর চড়াও হন। এমনকি, কয়েকজন ‘বহিরাগত’ও ছিল বলে অভিযোগ।

গেরুয়া শিবিরের অভিযোগ, তাঁদের সমর্থকদের রাস্তায় ফেলে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করা হয়। ওই ঘটনায় এভিবিপি সমর্থক স্বপন বাঁকুড়া, রিন্টু মিশ্র সহ- দশ জন আহত হন। দু’জন জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কয়েকজন ভগবানপুর এবং গোনাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের এবিভিপি সভাপতি লক্ষ্ণণ সীট বলেন, ‘‘ছাত্র ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কলেজের অস্থায়ী কর্মী তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহেদ আলির নেতৃত্বে বহিরাগতরা আমাদের সমর্থকদের উপর রড বাঁশ লাঠি দিয়ে হামলা চালিয়েছে। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি শাস্তি দিতে হবে।’’ অভিযোগ অস্বীকার করে আহেদ বলেন, ‘‘প্রথমে এবিভিপি বহিরাগতদের নিয়ে কলেজের ভেতরে গোলমাল করেছিল। বাধা দিতে গেলে আমাকে মারধর করেছে।’’ ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি অমিত দিন্দার প্রতিক্রিয়া, ‘‘ছাত্রদের গালিগালাজ করছিল। প্রতিবাদ করায় এবিভিপি আমাদের উপর চড়াও হয়। ওরা পথ অবরোধ করায় স্থানীয়েরাই ওদের মারধর করেছে।’’ একই বক্তব্য পটাশপুর ১ ব্লকের তৃণমূল সভাপতি তাপস মাজিরও। তিনি জানান, তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। এবিভিপির কিছু ছাত্র অবরোধ করায় পথচারীরা বিরক্ত হয়ে মারধর করেছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিনের গোলমাল সবটাই হয়েছে ক্যাম্পাসের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

অন্য বিষয়গুলি:

Violence ABVP TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy