প্রতীকী ছবি।
পুজো মিটে গিয়েছে। এবার জেলায় জমি শক্ত করতে ফের তৎপর বিরোধী-শাসক, উভয়েই। এক দল জন সংযোগ বাড়াতে নতুন কর্মসূচি গ্রহণ করছে তো অন্য দল করছে কোর কমিটির বৈঠক।
মোহনদাস কর্মচন্দ গাঁধীর ১৫০তম জন্মবর্ষ উদযাপনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধিতে জোর দিয়েছে বিজেপি। এ জন্য ‘গাঁধী সংকল্প যাত্রা’ কর্মসূচি নিয়েছে তারা।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে আগামী ১৫ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওই কর্মসূচি পালনে প্রস্তুতি শুরু করেছে জেলা বিজেপি। দলীয় সূত্রে খবর, পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জন, সচ্ছতা রক্ষায় সাফাই অভিযান ও জল সংরক্ষণে সচেতনতা গড়তে প্রতি ব্লকে পদযাত্রা হবে। সে সময় এলাকার বিপ্লবী ও মনীষীদের জন্মস্থান ও স্মৃতি জড়িত স্থানে গিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রতিদিন গড়ে ১৫- ২০ কিলোমিটার পদযাত্রার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। বিজেপি’র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘গাঁধীজীর সার্ধশত জন্মবর্ষ উদযাপনে দলীয়ভাবে সংকল্প যাত্রা কর্মসূচি পালন হবে। প্রতি ব্লকেই দলীয় নেতা-কর্মী-সমর্থকদের তাতে অংশ নিতে বলা হচ্ছে।’’
বিজেপি সূত্রের খবর, এবার লোকসভা ভোটে রাজ্যে সাফল্যের পরে দলের সদস্য সংগ্রহ অভিযান চালানো হচ্ছিল। বহু নতুন সদস্য সংগ্রহ হয়েছে। সেই সংখ্যা বাড়াতে, জনসংযোগ বৃদ্ধিতে এবার সংকল্প যাত্রা। তাতে জেলার নেতাদের পাশাপাশি দলের রাজ্য নেতাদেরও নিয়ে আসার চেষ্টা চালছে। নবারুণের অবশ্য দাবি, ‘‘সংকল্প পদযাত্রায় মূলত দলের সদস্য-সহ স্থানীয় কর্মী-সমর্থককে সামিল করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ব্লক নেতৃত্বের নিয়ে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে।’’
বিজেপি’র কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের জেলা সভাপতি শিশির অধিকারী বলেন, ‘‘বিজেপি নানাভাবে চেষ্টা করেও সংগঠন বৃদ্ধি করতে পারেনি। জেলায় বিজেপির এই কর্মসূচিরও কোন প্রভাব পড়বে না।’’ জেলা সভাপতি যখন এ কথা বলছেন, তখন এ দিনই তমলুকে হয়েছে তাদের কোর কমিটির বৈঠক। দুর্গাপুজার কিছুদিন আগেই তৃণমূলের তমলুক শহরের সভাপতি বদল হয়েছে। শহর সভাপতি পদ থেকে দিব্যেন্দু রায়কে সরিয়ে বিশ্বনাথ মহাপাত্রকে আনা হয়েছে। নতুন সভাপতি-সহ ২২ সদস্যের শহর কোর কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন জেলা নেতৃত্ব। এ দিন ওই ২২জন-সহ মোট ২৬ জনকে নিয়ে একটি কোর কমিটির বৈঠক করেছেন শহর তৃণমূল নেতৃত্ব। সেখানে আসন্ন পুরসভা নির্বাচনকে মাথায় রেখে প্রতিটি ওয়ার্ডেই বুথস্তরে কমিটি গঠনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy