কারাদণ্ডের নির্দেশ যুবককে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
আট বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে দু’ বছরের সশ্রম করাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বুধবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা বিচারক মনোজ শর্মা, সনাতন গুচ্ছাইত নামে ওই যুবককে এই নির্দেশ দেন। আদালত সূত্রে এ দিন জানা গিয়েছে, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি দুপুরে কাটগেড়িয়া গ্রামের ওই কিশোরী সরস্বতী পুজো দেখে বাড়ি ফেরার পথে সনাতর তাকে ধর্ষণের চেষ্টা করে। এর পর কোনওমতে পালিয়ে এসে মেয়েটি বাড়িতে পুরো বিষয়টি জানায়। এরপরই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ সনাতনকে গ্রেফতার করে। বুধবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কাঁথি আদালতের বিচারক সনাতনকে দু’বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাস সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।
ঠেকে অভিযান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
আবগারি দফতর ও ভবানীপুর থানার পুলিশ যৌথ অভিযানে ব্রজলালচকের একটি চোলাই ঠেকের মালিককে গ্রেফতার করল। দফতরের হলদিয়া সার্কেলের ওসি সুব্রত মুখোপাধ্যায় বলেন, “ধৃত আরতি কপাট দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই ব্যাবসা চালাচ্ছিলেন। বুধবার রাতে ব্রজলালচক ছাড়াও এইচপিএল লিঙ্ক রোড লাগোয়া কয়েকটি ঠেকে তল্লাশি চালিয়ে চোলাই ও নকল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।”
মাদল বাজিয়ে তৃণমূলের মিছিল দাঁতনে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
চলছে উচ্চ মাধ্যমিক। তবে আসন্ন নির্বাচনে প্রার্থীর সমর্থনে দেরি না করে মাইক ছাড়াই ধামসা-মাদল নিয়ে প্রচার মিছিল করল তৃণমূল। বৃহস্পতিবার দাঁতনের শালিকোটা গ্রামপঞ্চায়েত এলাকায় ব্লক তৃণমূলের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। এ দিন এলাকার এপামালিপুর, কুহুরা, বকুলতলা, গাজিপুর হয়ে মিছিল শেষ হয় পাইকবাড়ে। মিছিলেন নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান, ব্লক যুব তৃণমূল সভাপতি প্রতুল দাস, অঞ্চল সভাপতি ভানু দাস। এই ব্লকে ২০০৯ সালের লোকসভা এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করেছিল বামেরা। তারপর থেকে এই শালিকোটা অঞ্চলে তৃণমূলের প্রভাব বাড়তে থাকে। বিধানসভা নির্বাচনে সার্বিকভাবে বাম প্রার্থী জয়ী হলেও এই শালিকোটা অঞ্চলে ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল। অবশ্য পঞ্চায়েত ভোটে বামেদের ভরাডুবির পরে লোকসভা নির্বাচনে এই ব্লকের ৯টি অঞ্চলেই বিশাল প্রচার মিছিলের সিদ্ধান্ত নিয়েছে ব্লক কমিটি। এ দিনই প্রথম ধামসা-মাদল নিয়ে তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। ইতিমধ্যেই ওই ব্লকে দলের ১৫৪জন পোলিং এজেন্টও ঠিক হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান বলেন, “মাধ্যমিক পরীক্ষার আগে নির্বাচন ঘোষণার সময় বিভিন্ন বুথে সভা করেছিলাম। এটি আমাদের দ্বিতীয় দফার প্রচার। মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচারে দেরি না করে আমরা মিছিল শুরু করেছি। বাকি অঞ্চলগুলিতেও মিছিল হবে।”
দিল্লিতে সম্মানিত জেলার শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মেদিনীপুরের নারায়ণ বিদ্যাভবন (বালক) হাইস্কুলের প্রধান শিক্ষক চঞ্চল মাসান্তকে সম্মানিত করা হল। সম্প্রতি দিল্লির ইন্টারন্যাশনাল সেন্টারে এক অনুষ্ঠানে ছত্তীসগঢ়ের রাজ্যপাল শেখর দত্ত তাঁর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। স্কুল সূত্রে খবর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, জয়পুর ও ওয়েবকন, পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি জাতীয় স্তরে শিক্ষাদান, শিক্ষার মানোন্নয়নে উপযুক্ত পরিকাঠামো গঠন-সহ কয়েকটি বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের জন্য সারা দেশের প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষিকাকে সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত করে। তাঁদের মধ্যে অন্যতম হলেন চঞ্চলবাবু। সম্মানিত এই প্রধান শিক্ষক জানান, এই সম্মানের মাধ্যমে স্কুলের উন্নয়ন স্বীকৃতি পেল।
ব্যাঙ্ক থেকে ফেরার পথে ব্যাগ ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ব্যাক্তির ব্যাঙ্কের নথিপত্র-সহ টাকার ব্যাগ ছিনতাই হল হলদিয়ায়। বুধবার সকালে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে সুতাহাটা থানার পূর্ব শ্রীকৃষ্ণপুরে ঘটনাটি ঘটে। লতিফ আলি খান নামে ওই ব্যাক্তি বর্তমানে শ্রীকৃষ্ণপুর উদ্বাস্তু কলোনিতে থাকেন। আগে তিনি দুর্গাচক থানা এলাকার বানেশ্বরচকে থাকতেন। লতিফ আলি খান জানান, সিইএসসির তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য তাঁদের জমি অধিগ্রহণ হয়ে যাওয়ায় হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ) তাঁকে বাড়ি তৈরির জন্য জমি ও টাকা দেয়। সেই টাকা বাসুদেবপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রাখা ছিল। এতদিন এইচডিএ-র থেকে পাওয়া জমিতে কুঁড়ে ঘর তৈরি করে সেখানেই তিনি পরিবার নিয়ে থাকছিলেন। লতিফ আলি খান বলেন, “বাড়ি তৈরির জন্য আমি বুধবার ওই ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলাম। ট্রেকার থেকে নামার পরই পিছন থেকে একটি মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে আমার ব্যাগটি ছিনিয়ে নিয়ে হলদিয়ার দিকে পালায়।” পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। ওই ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় নথিও চাওয়া হয়েছে।
অস্বাভাবিক মৃত্যু সুতাহাটায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল সুতাহাটা থানা এলাকায়। বুধবার রাতে ঊর্ধ্ববমাল গ্রামে কুকড়াহাটি-হোড়খালি রাস্তায় হুগলি নদীর পাড়ে বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই প্রৌঢ় গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। অন্য দিকে, বুধবার রাতে সুতাহাটা থানার রঘুনাথপুর গ্রামে নিজের বাড়ির বারান্দায় গলায় গামছা বাধা অবস্থায় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। মৃতার নাম মুসলেমা বিবি (৩৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে ওই মহিলা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার জেরেই আত্মঘাতী হয়েছেন বলে তদন্তে অনুমান।
তৃণমূলকর্মীকে আক্রমণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সিপিএমও দলীয় কর্মীর বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। বুধবার রাতে দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া মক্তবের ঘটনা। অভিযোগ, বুধবার রাতে যুব তৃণমূল কর্মী জালাল আলি শাহ মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় শেখ মালেককের নেতৃত্বে সিপিএম কর্মীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় জালাল আলি শাহকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় উত্তেজিত তৃণমূল কর্মীরা শেখ মালেককে ধরার জন্য তাঁর বাড়ি ঘেরাও করে। বাড়ির সামনে বেশ কয়েকটি বোমাও ফাটানো হয় বলে অভিযোগ। শেখ মালেকের অভিযোগ, তৃণমূল কর্মীরাই তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করে দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি ও দেশপ্রাণ পঞ্চায়েত সভাপতি তরুণ জানা বলেন, “শেখ মালেককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তৃণমূল কর্মীরা মালেকের ঘর ঘেরাও করে। সেই সময় শেখ মালেক বাড়ির ভেতর থেকে তৃণমূল কর্মীদের লক্ষ করে বোমা ছুড়তে থাকে। মালেকের ছোড়া বোমাতেই তাঁর ঘরে আগুন লেগে যায়।” কাঁথির পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আজ সুতাহাটায় তৃণমূলের কর্মিসভা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
পঞ্চায়েতের ভুল লোকসভায় না করার বার্তা তমলুকের কর্মিসভায় দিয়েছিলেন বিদায়ী সাংসদ শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার বিকেলে সুতাহাটার সুবর্ণ জয়ন্তী হলে ফের কর্মিসভা করবেন শুভেন্দুবাবু। গত লোকসভা ও বিধানসভা নিবার্চনে সুতাহাটা ব্লকে তৃণমূলের ফল ভাল হয়েছিল। তবে গত বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সুতাহাটা ব্লক এলাকায় বামেদের প্রায় চার হাজার ভোটে পিছিয়ে ছিল। ফলে সুতাহাটার চারটি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতছাড়া হয়। যদিও গত জানুয়ারি মাসে দলীয় সভায় কয়েকজন বাম নেতা ও পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় ওই চারটির মধ্যে একটি পঞ্চায়েত ফের তৃণমূলের দখলে আসে।
আফিম পাচারের সময় ধৃত ২ যুবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ধৃতদের আনা হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র।
মোটরবাইকে করে আফিম পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়লেন দুই যুবক। বুধবার রাতে খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গীর ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত সঞ্জীব ঘোষ ও গোরাচাঁদ আহির গড়বেতার চন্দ্রকোনা রোডের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মোটরবাইকে করে আফিম পাচারের খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। এর পর চৌরঙ্গীর ধারে একটি হোটেলের বাইরে ওই আফিম হাত বদলের কথা ছিল। সেইমতো রাত সাড়ে এগারোটা নাগাদ চৌরঙ্গী এলাকায় নাকা পয়েন্ট করে ওই যুবকদের বাইক আটকানো হয়। পরে জেরা করে একটি কাপড়ের ব্যাগে রাখা প্ল্যাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় এক কিলোগ্রাম আফিম। পুলিশের দাবি, ওই আফিমের বাজার মূল্য লক্ষাধিক টাকা। আটক করা হয়েছে প্রেসের স্টিকার লাগানো বাইকটিকেও। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা পাচারের কথা স্বীকার করলেও কোথায় বা কার কাছে হাতবদলের কথা ছিল তা তারা স্বীকার করেনি। বৃহস্পতিবার খড়্গপুরের এসডিপিও অজিত সিংহ যাদব বলেন, “কোথায় ওই আফিম পাচার হওয়ার কথা ছিল ও এর পিছনে আরও বড় চক্র রয়েছে কি না জানতে জেরা করা হচ্ছে ধৃতদের। প্রেসের স্টিকার লাগানো মোটরবাইক কোথা থেকে এল তাও তদন্ত করে দেখা হবে।”
বিবেকানন্দকে নিয়ে বইপ্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কেশপুর কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে একটি বই প্রকাশ হল বৃহস্পতিবার। ‘স্বামী বিবেকানন্দ: সার্ধশতবর্ষের আলোকে’ নামে এই বইটি যৌথ ভাবে সম্পাদনা করেছেন বাংলা বিভাগের প্রধান তথা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্তকুমার দোলুই এবং অধ্যাপক অরুণকুমার শাসমল। এদিনই কেশপুর কলেজের দশম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানও হয়। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। প্রকাশ করেন অধ্যাপক অজিতকুমার দে। স্বামী বিবেকানন্দ একাধারে সন্ন্যাসী, পরিব্রাজক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কবি, মানবপ্রেমিক এবং সমাজকর্মী। তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়েই লেখকেরা তাঁদের মননশীল চিন্তাভাবনার ছাপ রেখেছেন এই বইটিতে। বইটির প্রকাশ করে অজিতবাবুও বলেন, “আশা করি, বিবেকানন্দের জীবনাদর্শ ও সমাজদর্শনের তথ্যে সমৃদ্ধ এই বইটি ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং গবেষকদের প্রয়োজনে লাগবে।” অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, অধ্যাপক বামদেব সেনাপতি, অধ্যাপক দেবদাস রায়।
বিশ্বরূপে’র শ্রদ্ধা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কৃষ্ণদাস পালের বাড়িতে বিশ্বরূপ দে।
আইএফএ’র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পালের শেষকৃত্য সম্পন্ন হল বৃহস্পতিবার। এ দিন মেদিনীপুর শহরের পদ্মাবতী শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত এই ক্রীড়া-সংগঠককে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন মেদিনীপুরে আসেন সিএবি’র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বৃহস্পতিবার তাঁর মরদেহ মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে আনা হয়। বহু মানুষ শেষ শ্রদ্ধা জানান।
ভোটের আগে কেশপুরে ফের রাজনৈতিক সংঘর্ষ
ফের সংঘর্ষের ঘটনা ঘটল কেশপুরে। আজ, শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর কেশপুরে আসার কথা রয়েছে। তার আগে তৃণমূল দলীয় কর্মীদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে সিপিএমের অভিযোগ। বুধবার গভীর রাতে কেশপুরের হাউর গ্রামে তৃণমূল-সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়। সিপিএমের অভিযোগ, তৃণমূলের বাইকবাহিনী গভীর রাতে ওই গ্রামে ঢুকে হামলা চালায়। কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুইয়ের অভিযোগ, বিমান বসুর সভার আগে পরিকল্পনা করেই এমন সন্ত্রাস চালানো হচ্ছে। এ দিন গ্রামের মানুষ বেরিয়ে এর প্রতিবাদ করে। তখন ভয়ে ক’য়েক জন মোটরবাইক এবং সাইকেল ফেলে পালায়। রামেশ্বরবাবুর দাবি, “ফেলে যাওয়া বাইক এবং সাইকেলগুলির কাদের তা জানা গেলেই বোঝা যাবে কাদের নেতৃত্বে, কারা হামলা চালিয়েছে।” তৃণমূল অবশ্য এমন অভিযোগ মানতে চায়নি। তাদের পাল্টা অভিযোগ সিপিএমই গণ্ডগোল পাকিয়েছে। তৃণমূলের সঞ্জয় পানের দাবি, “সিপিএমই হামলা করার চেষ্টা করেছিল। পুলিশ এসে যাওয়ায় ওরা আর কিছু করতে পারিনি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিচয় মিলল মৃত যুবকের
বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এক যুবক। বহু দিন কোনও খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করতে গিয়ে মৃত ছেলের সন্ধান পেলেন বাবা। বৃহস্পতিবার সবং থানার খেলনা গ্রামের ওই যুবকের সন্ধান মেলে নারায়ণগড় থানায়। এই থানা এলাকারই পাকুরসিনী গ্রাম পঞ্চায়েতের হিরাপাণি গ্রামের চাঁইরতা পুকুর থেকে গত ৮ মার্চ একটি দেহ উদ্ধার হয়। যদিও সেই সময় মৃতের পরিচয় জানা যায়নি। তবে মৃতের কপালে ধারালো অস্ত্রের আঘাত থাকায় পরে এলাকার লোকেরাই খুনের মামলা রুজু করেন। মৃতের মুখের ছবি পাঠানো হয় সংলগ্ন বিভিন্ন থানায়। অন্য দিকে, সবংয়ের খেলনা গ্রামের যুবক সন্তোষ মণ্ডল (২৫) গত ৬ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু খোঁজের পরেও সন্ধান না পেয়ে এ দিন সবং থানায় যান সন্তোষের পরিবার। সেখানেই ছবি দেখে প্রাথমিক ভাবে শনাক্ত করা হয় সন্তোষকে। এর পর সেখান থেকেই নারায়ণগড় থানায় গিয়ে গোটা বিষয়টি জানতে পারেন পরিজনরা। পরে নারায়ণগড় থানার তদন্তকারী অফিসার সুজিত ঘোষের সঙ্গে মেদিনীপুর মেডিক্যালের মর্গে গিয়ে ছেলের দেহ শনাক্ত করেন বাবা কেনারাম মণ্ডল। জানা গিয়েছে, সবংয়েই একটি গভীর নলকূপ চালানোর কাজ করত মৃত সন্তোষ। কিন্তু কী কারণে নারায়ণগড়ে এসেছিলেন তা জানাতে পারেনি মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আত্মহত্যায় প্ররোচনা, ধৃত
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ওই মহিলাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোদালিয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম খুকুমণি মাইতি (২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মধ্যে ওই গৃহবধূ নিজের গায়ে আগুন লাগিয়ে ধরিয়ে নেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। এরপরই ওই বধূর ভাই, স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বধূর স্বামী বাপি মাইতিকে গ্রেফতার করেছে।
পোস্টার ঘিরে চাঞ্চল্য
লোকসভা ভোটের মুখে মাওবাদীদের নাম লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢঢরাশোল, জামডহরা ও তার আশেপাশের এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় মাওবাদীদের নাম লেখা কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পোস্টারে লেখা রয়েছে, বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি তৃণমূল পালন করেনি। বেইমান তৃণমূলকে তাই আর একটি ভোটও নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাওবাদীদের নাম লেখা পোস্টারগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কে বা কারা এখানে এই সব পোস্টার ফেলে রেখে গেল, তদন্তে তা দেখা হচ্ছে। এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরির জন্য স্থানীয় কেউ এই কাজ করেছে কি না, তাও দেখা হচ্ছে। কিষেনজির মৃত্যুর পর গত আড়াই বছরে অবশ্য রাজ্যে কোনও মাওবাদী-নাশকতার ঘটনা ঘটেনি। তবে, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। রাজ্যের কোনও জেলায় এখন মাওবাদীদের তেমন প্রভাব নেই ঠিকই তবে ওড়িশা এবং ঝাড়খণ্ড সীমান্ত থেকে মাঝেমধ্যে কিছু এলাকায় ঢুকছে মাওবাদীরা। এ রাজ্যের জঙ্গলমহলে নতুন করে ঘাঁটি গড়ার চেষ্টা করছে।
দেহ উদ্ধার
দু’দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত গৌতম চৌধুরী (৪৫) ঘাটালের কুশপাতার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গৌতমবাবুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটির মুখে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
বিদ্যাসাগের আলোচনাসভা
বিশ্ববিদ্যালয়ের মানবী চর্চা কেন্দ্রের আয়োজনে বুধবার বিশ্ববিদ্যালয়ের বি সি মুখার্জী হলে ‘নারী পাচার: এক মারাত্বক মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হল। সভার সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী। নারী পাচার ও তার নানা বিপজ্জনক দিক নিয়ে আলোচনা করেন সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত, এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে তপতী ভৌমিক, মানবী চর্চাকেন্দ্রের অধিকর্তা সুজাতা মাইতি চৌধুরী প্রমুখ।
দশগ্রামে খুলল সিপিএম দফতর
নির্বাচনের মুখেই প্রায় পাঁচ মাস বন্ধ হয়ে থাকা সিপিএমের একটি পার্টি অফিস খুলল। বৃহস্পতিবার সকালে সবংয়ের দশগ্রামে ওই কার্যালয় আনুষ্ঠানিকভাবে খোলা হয়। সিপিএমের দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর থেকে ওই কার্যালয়টি বন্ধ ছিল। সিপিএমের অভিযোগ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্তকে নিগ্রহ ও তৃণমূলের বোমাবাজির জন্যই এতদিন বন্ধ ছিল কার্যালয়টি। এমনকী কার্যালয়টি বন্ধ রাখার জন্য তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল লাগাতার হুমকিও। তবে সপ্তাহ খানেক আগে লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশের একটি বৈঠকে বন্ধ থাকা কার্যালয়টি খোলার দাবি জানানো হয় সিপিএমের পক্ষ থেকে। এরপরই পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার নির্বিঘ্নে খোলা হয় কার্যালয়টি। দলীয় সূত্রে খবর, এ দিন ওই কার্যালয়েই একটি লোকাল কমিটি ও একটি অঞ্চল নির্বাচনী কমিটির সভা করে দশগ্রামের ১৬টি বুথে প্রচার কৌশল ঠিক করা হয়েছে। বলপাই ও ভেমুয়া অঞ্চল কমিটির যে কার্যালয় বন্ধ রয়েছে তা খোলার দাবিও জানানো হয়। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক অমলেশ বসু বলেন, “তৃণমূলের সন্ত্রাসে আমাদের এখনও বহু অফিস বন্ধ রয়েছে। সবংয়ে ৭ মার্চ থেকে সন্তোষ রাণার সমর্থনে আমরা প্রচার শুরু করেছি। তবে এই এলাকায় প্রচার হচ্ছিল না। পার্টি অফিস খুলে সেই প্রচার কর্মসূচি ঠিক করা হল।”
অঞ্চল সম্মেলন শুরু তৃণমূলের
তারকা প্রার্থী দেব এলাকায় কবে আসবে জানা নেই। তবে হাত গুটিয়ে বসে না থেকে ডেবরায় অঞ্চল সম্মেলন শুরু করল তৃণমূল। বৃহস্পতিবার ডেবরার দুঁয়ায় ওই কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। মূলত প্রার্থীর প্রচার কর্মসূচি ঠিক করতেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রে খবর। আগামী ৩১ মার্চের মধ্যে ব্লকের ১৪টি অঞ্চলের কর্মী সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে ব্লক তৃণমূল। এ দিন দুঁয়া দিয়ে সেই কর্মসূচির সূচনা হল। প্রতিটি অঞ্চলে সম্মেলনের মধ্যে দিয়ে কি করে দেওয়াল লিখন হবে, ফ্লেক্স-পতাকা তৈরি, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক তৃণমূল সভাপতি রতন দে বলেন, এই ব্লক এলাকায় কংগ্রেস, সিপিএম ও বিজেপি তিনটি দলই এবারের নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দেবের প্রচার নতুন করে করার নেই। তবে দলীয় কর্মপদ্ধতি মেনেই এই কর্মী সম্মেলন।”
৫ মাস পর সবংয়ে খুলল সিপিএমের দলীয় কার্যালয়
নির্বাচনের মুখেই প্রায় ৫ মাস বন্ধ হয়ে থাকা সিপিএমের একটি পার্টি অফিস খুলল। বৃহস্পতিবার সকালে সবংয়ের দশগ্রামে ওই কার্যালয় আনুষ্ঠানিক ভাবে খোলা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর থেকে ওই কার্যালয়টি বন্ধ ছিল। সিপিএমের অভিযোগ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্তকে নিগ্রহ ও তৃণমূলের বোমাবাজির জন্যই এত দিন বন্ধ ছিল কার্যালয়টি। এমনকী কার্যালয়টি বন্ধ রাখার জন্য তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল লাগাতার হুমকিও। তবে সপ্তাহ খানেক আগে লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশের একটি বৈঠকে বন্ধ থাকা কার্যালয়টি খোলার দাবি জানানো হয় সিপিএমের পক্ষ থেকে। এরপরই পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার নির্বিঘ্নে খোলা হয় দলীয় অফিসটি। দলীয় সূত্রে খবর, এ দিন ওই কার্যালয়েই একটি লোকাল কমিটি ও একটি অঞ্চল নির্বাচনী কমিটির সভা করে দশগ্রামের ১৬টি বুথে প্রচার কৌশল ঠিক করা হয়েছে। বলপাই ও ভেমুয়া অঞ্চল কমিটির যে কার্যালয় বন্ধ রয়েছে তা খোলার দাবিও জানানো হয়। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক অমলেশ বসু বলেন, “তৃণমূলের সন্ত্রাসে আমাদের এখনও বহু অফিস বন্ধ রয়েছে। সবংয়ে ৭ মার্চ থেকে সন্তোষ রাণার সমর্থনে আমরা প্রচার শুরু করেছি। তবে এই এলাকায় প্রচার হচ্ছিল না। পার্টি অফিস খুলে সেই প্রচার কর্মসূচি ঠিক করা হল।”
ঠাকুমার সঙ্গে অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ
৮ মাসের নাতিকে নিয়ে অনুষ্ঠান দেখতে এসেছিলেন ঠাকুমা। প্রতিবেশী এক মহিলার কাছে ওই শিশুকে রাখার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে ওই শিশু। গত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার চারগহল্যা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, রামপ্রসাদ দাস নামে ওই শিশু নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় অভিযোগ আসার পরেই তদন্ত শুরু করা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারগহল্যা গ্রামের বাসিন্দা অনুপ দাস ও মণিরাণি দাসের আট মাসের শিশু রামপ্রসাদকে নিয়ে তাঁর ঠাকুমা গত মঙ্গলবার বিকেলে বাড়ির কাছে মাঠে দোল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। অনুষ্ঠান চলার সময় ঠাকুমা ওই শিশুকে এক প্রতিবেশী মহিলার কাছে রেখে দেন। ভিড়ের মাঝে কিছু পরেই ওই শিশুকে প্রতিবেশী মহিলার কাছে দেখতে না পেয়ে ঠাকুমা খোঁজ করেন। প্রতিবেশী ওই মহিলা দাবি করেন সে রামপ্রসাদকে তাঁর মামার হাতে তুলে দিয়েছেন। কিন্তু মামার কাছে ওই শিশুর খোঁজ মেলেনি। ঘটনার পর ওই শিশুর বাবা অনুপ দাস নন্দীগ্রাম থানায় রামপ্রসাদের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জানান। নন্দীগ্রাম থানার পুলিশ ওই শিশুর সন্ধানে তদন্ত শুরু করেছে।
আত্মহত্যায় প্ররোচনা, ধৃত
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ওই মহিলাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোদালিয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম খুকুমণি মাইতি (২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মধ্যে ওই গৃহবধূ নিজের গায়ে আগুন লাগিয়ে ধরিয়ে নেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। এরপরই ওই বধূর ভাই, স্বামী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বধূর স্বামী বাপি মাইতিকে গ্রেফতার করেছে।
দেহ উদ্ধার
দু’দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃত গৌতম চৌধুরী (৪৫) ঘাটালের কুশপাতার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গৌতমবাবুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, গৌতমবাবুর মুখে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। মৃতের দাদা পার্থপ্রতিম চৌধুরী বলেন, “দাদা গত মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। আমাদের অনুমান, দাদাকে কেউ খুন করে জলে ফেলে দিয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
কর্মিসভা
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী উমা সরেনের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন হলে তৃণমূলের একটি কর্মিসভা হল। কর্মিসভায় উমাদেবী ছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, নির্মল ঘোষ প্রমুখ। ঝাড়গ্রাম ও লালগড় ব্লকের ১৪ টি অঞ্চলের তৃণমূল ও যুব তৃণমূলের ব্লক সভাপতি-সহ দলীয় নেতা-কর্মীরা কর্মিসভায় যোগ দেন।
কর্মশালা
আজ, শুক্রবার ২১ মার্চ ‘বিশ্ব পুতুল দিবস’ উপলক্ষে ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির আয়োজনে ঝাড়গ্রাম শহরের সানি পয়েন্ট বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ‘তালপাতার সেপাই’ পুতুল তৈরির কর্মশালা হবে। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই কর্মশালায় যোগ দেবে প্রায় সাড়ে তিনশো কচিকাঁচা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy