Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Durga Puja

Durga Puja 2021: নড্ডাকে দিয়ে উদ্বোধনের উদ্যোগ

দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে দিয়ে ইজ়েডসিসি-তে নিজেদের দুর্গাপুজো উদ্বোধন করাতে চান বিজেপির রাজ্য নেতৃত্ব।

জগৎপ্রকাশ নড্ডা।

জগৎপ্রকাশ নড্ডা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ০৭:২৬
Share: Save:

দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে দিয়ে ইজ়েডসিসি-তে নিজেদের দুর্গাপুজো উদ্বোধন করাতে চান বিজেপির রাজ্য নেতৃত্ব। গত বার প্রথম ইজ়েডসিসি-তে দুর্গাপুজো করে বিজেপি। সেটাই ছিল এ রাজ্যে প্রথম কোনও রাজনৈতিক দলের আয়োজিত দুর্গাপুজো। দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তাঁর অনুগামীদের অবশ্য সে পুজোয় মত ছিল না। দিলীপ গত বার সেখানে যানওনি। এ বারও দিলীপ জানিয়েছেন, দলের কয়েক জন নেতা পুজো করছেন। কিন্তু তা দলের পুজো নয়। কারণ পুজো করা রাজনৈতিক দলের কাজ নয়। এ দিকে দলের রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তকে পুজোর আয়োজক তালিকায় রাখা হয়েছিল। কিন্তু বুধবার তাঁকে সেই উদ্যোগে দেখা যায়নি। তিনি বলেছেন, “গত বার ছিল ভোটের পুজো। এ বার ভোট নেই। তাই পুজোরও মান নেই।”

অন্য বিষয়গুলি:

Durga Puja JP Nadda BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy