Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৪
Corona

করোনা-আক্রান্ত হয়ে ফের হাসপাতালে মানিকচকের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র

সাবিত্রী গত ১৫ দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন৷

সাবিত্রী মিত্র

সাবিত্রী মিত্র —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:৩৯
Share: Save:

দিন পনেরো ধরে অসুস্থ ছিলেন। সে কারণে ভোটের প্রচারপর্ব থেকেও নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার ফের হাসপাতালে ভর্তি হতে হল মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রকে। করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গোটা জেলাতেই করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। সাবিত্রী গত ১৫ দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন৷ মালদহ শহরেরই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন৷ গত শনিবার সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান৷ দু’দিন বাড়িতেই ছিলেন তিনি৷ সোমবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতি ফের খারাপ হতে শুরু করে৷ চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়৷ বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ যদিও বুধবার সন্ধ্যাতেই সাবিত্রীকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় একটি নার্সিংহোমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE