Advertisement
০২ নভেম্বর ২০২৪

নন্দীগ্রাম হতে দেব না, মমতার হঁশিয়ারি

ণমূল এবং বিজেপি-র সংঘর্ষে বহু দিন ধরেই উত্তপ্ত বীরভূমের পাড়ুই। সেখানে শান্তি ফেরানোর কথা বলতে গিয়ে সিঙ্গুর-নন্দীগ্রামের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০৩:১৭
Share: Save:

ণমূল এবং বিজেপি-র সংঘর্ষে বহু দিন ধরেই উত্তপ্ত বীরভূমের পাড়ুই। সেখানে শান্তি ফেরানোর কথা বলতে গিয়ে সিঙ্গুর-নন্দীগ্রামের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। বোলপুরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতার হুঁশিয়ারি, নন্দীগ্রামের মতো গ্রাম দখলের অভিযান তিনি আর করতে দেবেন না। এই মন্তব্যই উস্কে দিয়েছে নতুন বিতর্ক। নন্দীগ্রাম-কাণ্ডের সময়ে এমন কথাই শোনা যেত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কণ্ঠে! বিরোধীদের দাবি, এমন মন্তব্য করে আসলে নিজের অতীত আন্দোলনকেই নস্যাৎ করেছেন তৃণমূল নেত্রী। আর মমতার ঘনিষ্ঠ মহলের ব্যাখ্যা, দলনেত্রীর ইঙ্গিত ছিল নন্দীগ্রামে সিপিএমের নেতৃত্বে ‘অপারেশন সূর্যোদয়ে’র দিকে।

শাসক দল হলেও পাড়ুইয়ে তৃণমূলের বহু সমর্থক এখন ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরা ঘিরে সংঘর্ষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘কোনও ভাড়াটিয়া গুন্ডার মস্তানি সহ্য করব না। আমি চাই, বীরভূমে শান্তি থাকুক। আরও একটা সিঙ্গুর-নন্দীগ্রাম অভিযানের মতো দখল করে গ্রাম অভিযান করতে দেব না!’’ তিনি জানান, পাড়ুইয়ে ঘরছাড়াদের ফেরানোর ব্যবস্থা প্রশাসন করবে। মমতার মুখে সিঙ্গুর-নন্দীগ্রামের পুনরাবৃত্তি আটকানোর কথা শুনেই সরব হয়েছে বিরোধীরা। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের মন্তব্য, ‘‘সিঙ্গুর-নন্দীগ্রামে কী হয়েছিল, উনি ভালই জানেন! তাই এখন মুখ্যমন্ত্রী হিসাবে সে সব না হতে দেওয়ার কথা বলছেন। এটা বলে উনি নিজের ‘ব্র্যান্ড’কে নিজেই অস্বীকার করলেন!’’ সিপিএম নেতারা বরাবর অভিযোগ করেছেন, জমি নেওয়া হবে না বলে ঘোষণার পরেও নন্দীগ্রামে এলাকা দখল করতে চেয়েছিল তৃণমূল। তাই তাঁদের দাবি, ‘নন্দীগ্রামের মতো গ্রাম দখল করতে দেব না’ বললে আঙুল ওঠে তৃণমূলের অতীতের দিকেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE