বিজ্ঞানে আগ্রহ বাড়াতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটারে বিশেষ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানালেন, রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ যা এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পড়ুয়ারা পেতেন, তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস। সেই উপলক্ষে টুইট করে বিশ্বের বিজ্ঞান দুনিয়ার সঙ্গে যুক্ত মহিলা এবং পুরুষদের শুভেচ্ছা জানান মমতা। লেখেন, ‘বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত’। সেই সঙ্গে বিজ্ঞান ও গবেষণার দুনিয়ায় বাংলা ও বাঙালি বিজ্ঞানীদের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বিজ্ঞানের দুনিয়ার অনেক তাবড় নাম বিশ্বকে উপহার দিয়েছে বাংলা’।
এমনকি এখনও যে বাংলার সরকার পড়ুয়াদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে উৎসাহী, তা-ও উল্লেখ করেন মমতা। গত ৪ বছর ধরেই বিজ্ঞানের ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ‘বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। তার উল্লেখ করে মমতা বলেন ‘এই বৃত্তির নাম দিয়েছিলাম আমিই। প্রতিবছর এই বৃত্তি পান বিজ্ঞান নিয়ে মেধাবী ছাত্রীরা। যাঁরা এই বৃত্তি পান, তাঁদের মাসে ২০০০ টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা করে ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার’।
Today is International Day for Women and Girls in Science.
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2021
Our respect, heartiest congratulations and best wishes to all the scientists and members of scientific community, both men and women, on this great day. We are very proud of them. (1/4)
Bengal has given to the world some of the greatest names in science and research. To encourage girl students of the State who are pursuing Degree Courses, we have instituted the Bigyani Kanya Medha Britti scheme since 2017. (2/4)
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2021
Named by me, the Bigyani Kanya Medha Britti scheme awards meritorious girl science students every year for excellence. Awardees receive a monthly scholarship of Rs.2000 and a yearly book grant of Rs.2500 for 5 years. (3/4)
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2021
We are actively considering to extend this Bigyani Kanya Medha Britti scheme to girl students in classes XI and XII.
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2021
My best wishes to everyone. (4/4)
বৃহস্পতিবার নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই বৃত্তিই এ বার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সবাইকে শুভেচ্ছা’। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মেধাবী ছাত্রীর পড়াশোনায় যাতে আর্থিক সমস্যা বাধা হয়ে না দাঁড়ায়, তাই এ বার স্কুলেও ওই বিজ্ঞান বৃত্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। যা এতদিন পেতেন শুধু ডিগ্রি পাঠ্যক্রমের বিজ্ঞানে মেধাবী ছাত্রীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy