Advertisement
০৯ অক্টোবর ২০২৪
Mamata Banerjee

১০০ দিনের টাকা পেতে আন্দোলন, বার্তা মমতার

১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মমতা। সে দিন ওই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন তিনি।

Mamata Banerjee.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০৭:১৪
Share: Save:

একশো দিনের কাজের টাকা আদায়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানান, অধিকারের অর্থ থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলে ছেড়ে কথা বলা হবে না। ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মমতা। সে দিন ওই আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন তিনি।

উল্লেখ্য ওই দিনই কলকাতার ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হওয়ার কথা। ফলে একই দিনে এই কর্মসূচি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রশাসনিক মহলে।

মমতা বলেন, ‘‘কথা ছিল ১ নভেম্বর কর্মসূচি ঘোষণা করা হবে। আমি পরিষ্কার বলছি, যদি ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে না ছাড়া হয়, তা হলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে। প্রাপ্য টাকা থেকে আমরা যদি বঞ্চিত হই তা হলে আমরা ছেড়ে কথা বলব না। এটা সম্মানের লড়াই। অধিকারের লড়াই।’’ মমতার অভিযোগ, ‘‘আয়কর দফতর বাড়িতে বাড়িতে রেড করছে। কোনও সিজ়ার লিস্ট নেই। সোনা-গয়না থেকে যা যা নিয়ে গিয়েছে দেখুন তো কেউ ফেরত পেয়েছে কি না?’’ মমতার হুঁশিয়ারি, ‘‘১৬ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। তখনও না পেলে আমরা আমদের কর্মসূচি ঘোষণা করব।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE