ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শনিবার রাজ্যবাসীর উদ্দেশে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রতিপদ ছিল। ওই দিনও বাংলার বিভিন্ন জায়গায় ভাইফোঁটা উৎসব পালিত হয়। এই লোকপ্রিয় সামাজিক পার্বণ প্রতি বছর প্রতিপদ ও দ্বিতীয়া মিলিয়ে পালিত হয়ে আসছে বঙ্গদেশে।
এই উৎসব উপলক্ষে মমতা টুইটারে লেখেন, ‘‘সকলকে ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা জানাই। আরও উৎসাহ এবং ভালবাসার সঙ্গে ভাই ও বোনের এই বিশেষ সম্পর্ক উদ্যাপিত হোক।’’
Wishing everyone a very Happy Bhai Phonta!
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2021
May the special bond between brothers and sisters always be celebrated with even greater enthusiasm and love.
প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়ে এলেও উদ্যাপনের ধরনে অনেক পার্থক্য আছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পরিচিত। সাধারণত ভাইফোঁটা এ দিনই হয়ে থাকে। যাঁদের বাড়িতে প্রতিপদে ফোঁটা হয়, তাঁদের নিয়ম একটু ভিন্ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy