কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল চিত্র।
মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ আন্দোলনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় গত দু’দিনে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে। চলন্ত ট্রেন লক্ষ্য করে এলাপাথাড়ি পাথর ছোড়ার পাশাপাশি একাধিক স্টেশনে ব্যাপক ভাঙচুর, রাস্তা অবরোধের সঙ্গে বাস এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটছে। রাজ্যের এমন পরিস্থিতিতে এ বার বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, বিক্ষোভের নামে বাসে আগুন ধরানো, ট্রেনে পাথর ছোড়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করা একেবারেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়। শনিবারও পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও খারাপ হতে থাকে। উদ্বিগ্ন মমতা এ দিন বলেন, ‘‘গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
বাংলায় কোনও ভাবে জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হতে দেবেন না বলেও এ দিন ফের এক বার জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ভুল বোঝাবুঝি করবেন না, কোনও রকম উত্তেজনা ছড়াবেন না, কোনও প্ররোচনায় পা দেবেন না, সাম্প্রদায়িক উস্কানিতে কান দেবেন না। নিশ্চিন্তে থাকুন, বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি বাংলায় কার্যকরী হচ্ছে না। এখানে আমাদের সরকার। কেন্দ্রীয় সরকার আইন পাশ করলেও রাজ্যকেই তা কার্যকর করতে হয়। আমরা এখানে এনআরসি বা ক্যাব করতে দেব না তা বলেই দিয়েছি। তাই নিশ্চিন্তে থাকুন। রাস্তা ব্লক করবেন না দয়া করে। আইন হাতে তুলে নেবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ ভাল থাকুন এটাই আমাদের ইচ্ছা। আসুন সবাই মিলেমিশে থাকি।’’
এর আগে, গতকালও শান্তির আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক পথে প্রতিবাদ করতে আর্জি জানিয়েছিলেন তিনি। এ দিনের থেকে তাঁর গতকালের আর্জি আরও নরম ছিল। ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। কোনা এক্সপ্রেসওয়েতেও টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন একদল মানুষ। সেখানে সরকারি বাসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বিক্ষোভ ঠেকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
অন্য দিকে, বিক্ষোভের জেরে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ভোর থেকেই ট্রেন চলাচল বন্ধ। লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রেলের ওভারহেড তারে বিক্ষোভকারীরা কলাপাতা ফেলে রাখে বলে অভিযোগ। মালদহ-বীরভূম-সহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে খাস কলকাতাতেও। নিউটাউনের একাধিক জায়গায় পথ অবরোধ করা হয়। প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ান বিক্ষোভকারীরা।
এমন পরিস্থিতিতে প্রশাসনের শীর্ষ স্তর থেকে কঠোর বার্তা আসা খুব জরুরি ছিল। প্রশাসন শুধু বার্তা দিয়ে চুপ করে বসে থাকবে, অশান্তি সৃষ্টিকারীদের ূিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না, এই বার্তা ছড়িয়ে পড়লে অশান্তি আরও বাড়তে পারত। পরিস্থিতি আর সে দিকে গড়াতে দিতে চান না মমতা। তাই এ দিন কড়া বিবৃতি দিলেন। এই অশান্তি বরদাস্ত করা হবে না এবং অশান্তি সৃষ্টিকারীদের প্রত্যেকের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ করা হবে সে কথা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন।
তবে গোটা ঘটনায় রাজ্য সরকারকেই খোঁচা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে তিনি লেখেন, ‘‘এই মুহূর্তে রাজ্যে যা ঘটছে, তাতে অত্যন্ত আহত আমি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় সংবিধানের উপর আস্থা থাকা উচিত ওঁর। তবে রাজ্যপাল হিসাবে সংবিধান এবং আইন রক্ষা করতে সাধ্যমতো চেষ্টা করব আমি।’’
.@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019
ধনখড়ের টুইট।
তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীরা। তাঁদের দাবি, দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy