তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ মমতার। নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১০ বছর আগে এই তারিখেই শপথ নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের এক দশক পূর্তির দিনে বৃহস্পতিবার রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন।
টুইটারে মমতা লিখেছেন, ‘১০ বছর আগে এই দিনেই প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে নতুন পথে যাত্রা শুরু করেছি। আমার প্রতি অবিচল আস্থা এবং আশীর্বাদের জন্য মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাকে উচ্চতর অবস্থানে পৌঁছে দেব’।
On this day 10 years back, I took oath as CM for the first time to serve the people of #WestBengal as we embarked on a new path for the state’s development.
— Mamata Banerjee (@MamataOfficial) May 20, 2021
I'm grateful to Maa-Mati-Manush for always blessing me with their trust. I pledge to take #Bangla to even greater heights.
প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর ওই বছর ২০ মে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা। এরপর ২০১৬ সালে দ্বিতীয় বার এবং গত ৫ মে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy