নিজস্ব চিত্র
রাজ্যে সাতটি কেন্দ্রের উপনির্বাচনের দিন ক্ষণ এখনই ঘোষণা হওয়া উচিত, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, সাধারণ মানুষকে তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।
নবান্নে সোমবারের বৈঠকের শেষে এসেছিল নির্বাচনের প্রসঙ্গও। সেটি শুনেই মমতা বলেন, ‘‘নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, এখনই চার মাস পেরিয়ে গিয়েছে। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাথায় রাখতে হবে সাধারণ মানুষের অধিকার আছে ভোট দেওয়ার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন ঘোষণা করা হোক।’’
এর আগে, কোভিডের মধ্যেও রাজ্যে উপনির্বাচন করার মতো পরিস্থিতি আছে কি না, তা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের থেকে চিঠি দিয়ে মত জানতে চেয়েছিল কমিশন। ৩০ অগস্টের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে। মমতা সেই কথার রেশ টেনেও বললেন, ‘‘সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা উচিত নয়। মনে রাখতে হবে, উপনির্বাচনগুলি হবে কয়েকটি নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাগুলিতে এখন করোনার তেমন দাপট নেই। তাই কমিশনের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া।’’
রাজ্যে সাতটি কেন্দ্র, ভবানীপুর, খড়দহ, দিনহাটা, শান্তিপুর, সমশেরগঞ্জ, জঙ্গিপুর এবং গোসাবায় উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে, রবিবার তৃণমূল তরফ থেকে দাবি করা হয় বিগত বেশ কয়েক দিন ধরে এর মধ্যে অনেক কেন্দ্রেই তেমন কোভিড সংক্রমণের খবর নেই। জঙ্গিপুর, সমশেরগঞ্জ, শান্তিপুর কোভিড শূন্য। ভবানীপুর-সহ বাকি কেন্দ্রগুলিতে সংক্রমণ খুবই সামান্য। সেই কারণেই আরও জোরালো স্বর তুলে নির্বাচনের দিন ঘোষণার কথা বারবার বলছে ঘাসফুল শিবির।
COVID situation in West Bengal is totally under control. People have the right to cast their votes & to be elected to the Assembly. Election Commission must announce the by-elections as we should not curtail the democratic rights of people: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/IpLo2KPqtX
— ANI (@ANI) August 23, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy