Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

নোবেল থেকে সংস্কৃতির গরিমায় উদ্বেল মমতা

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শাহরুখ খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: রণজিৎ নন্দী

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শাহরুখ খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: রণজিৎ নন্দী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০৪:০৫
Share: Save:

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঠিকই! তবে আদতে বাংলাকে বিশ্ব দরবারে মেলে ধরার মঞ্চ। জাতীয় রাজনীতির পটভূমিতে বঙ্গীয়-গরিমার বিজ্ঞাপন-মঞ্চও বটে।

শুক্রবার নেতাজি ইন্ডোরে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ‘কিফ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার গৌরবগাথায় সিনেমাতেই আটকে থাকেননি। তিনি বলে ওঠেন, ‘‘সব চেয়ে বেশি নোবেলজয়ী কোথায়? সব চেয়ে বেশি বিজ্ঞানী? দেশের সাংস্কৃতিক রাজধানী কোথায়?’’ মাসখানেক আগে ইন্ডোরের সভাতেই বাংলার অবক্ষয় নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না-করে মমতা যেন তারই জবাব দিলেন।

মুখ্যমন্ত্রীর বলার ভিতটুকু অবশ্য গড়ে দেন পরিচালক মহেশ ভট্ট। নিবেদিতা-বিবেকানন্দের একটা ছোট্ট গল্পে পৃথিবীর কাছে ‘বাংলার স্বর’ কী, তুলে ধরলেন তিনি। ১৮৯৯-এ ভগিনী নিবেদিতা এক বার ধর্মের সঙ্গে বিভিন্ন মানুষের ভাষার তুলনা করেছিলেন। তখন স্বামী বিবেকানন্দ বলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব সময়ে মানুষের সঙ্গে তাঁর ভাষাতেই কথা বলতেন। মহেশের কথায়, ‘‘এই হল বাংলার কণ্ঠ। বাংলা সবার সঙ্গে তার নিজের ভাষায় কথা বলে। নিজের ভাষা চাপিয়ে দেয় না। কোনও একটি স্বর চাপিয়ে দেওয়া বাংলার রীতি নয়।’’ মমতার ‘ভ্রাতৃপ্রতিম’ শাহরুখ খানও এই ধরতাইটুকু ছুঁয়ে বলেন, ‘‘সিনেমার গল্প, মানুষকে কাছে আনুক। বহুত্বের উদ্‌যাপন করুক, কিন্তু ব্যক্তির স্বকীয়তা নিয়ে খোঁচাখুঁচি বন্ধ হোক।’’

আরও পড়ুন: অনর্থ হো জায়েগা, বলল বান্টি

গত কয়েক বছরের পরম্পরা ভেঙে এ বার শেষ মুহূর্তে আসেননি অমিতাভ ও জয়া বচ্চন। তবে মুখ্যমন্ত্রী পাশে পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মমতা বলেছেন, ‘‘অমিতাভজি তাঁর অসুস্থতার জন্য আসতে পারেননি। গত রাতে তাঁর শরীর খারাপ হয়েছে। আজ অমিতাভজি আর জয়াজি, দু’জনেই আমাকে এসএমএস করে জানিয়েছেন, তাঁরা আসতে পারছেন না। কিন্তু আমি জানি, তাঁর মন পড়ে এখন কলকাতাতেই।’’

‘দ্য টিন ড্রাম’-খ্যাত অস্কারজয়ী জার্মান পরিচালক ভলকার স্কলনডর্ফ, হলিউডি নায়িকা-অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডয়েল, স্লোভাক চিত্রপরিচালক দুসান হানাকের মতো চলচ্চিত্র বিশ্বের খ্যাতনামাদের উপস্থিতিও প্রাপ্তি ‘কিফ’-এর সিকি-শতক পূর্তিতে। অন্য বার অমিতাভ তাঁর বিদগ্ধ বক্তৃতায় বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অবদানের কোনও দিক মেলে ধরেন। এ বার স্কলনডর্ফ ‘অপু ট্রিলজি’ থেকে শুরু করে মননশীল বাংলা ছবির প্রশংসায় পঞ্চমুখ। অ্যান্ডিও বলেছেন, এখানকার আতিথেয়তা, সুখাদ্যের কথা। বাংলার মেয়ে রাখী গুলজ়ার তাঁর দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব দেখার অভিজ্ঞতা থেকেই কলকাতার উৎসবের প্রশংসা করেছেন।

ফিল্মি সংলাপের ভঙ্গিতে শাহরুখ বলেন, ‘‘আম্মিজান কহতি থি, কোই ফেস্টিভ্যাল ছোটা-বড়া নেহি হোতা, লেকিন কিফ সে সুন্দর ফেস্টিভ্যাল কোই নেহি হোতা!’’ দৃশ্যতই গর্বিত মমতা তখন শিশুর মতো হাসছেন। শাহরুখ-সৌরভকে পেয়ে পুলকিত ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলে উঠেছেন, ‘‘ওরা যেন একই বৃন্তে দু’টি কুসুম!’’ তাঁর অনভ্যাসের মঞ্চ চলচ্চিত্র উৎসবের আসরে প্রথম বার বলতে উঠে সৌরভও বিগত বছরগুলিতে বিশ্বসেরা গুণিজনদের আসার কথা, উৎসবের নানা স্মৃতি তুলে ধরেন। শাহরুখ-সৌরভ-মমতাকে ঘিরে তৈরি হয় সৌহার্দ্যের ত্রিভুজ। শাহরুখ-মহেশদের সঙ্গে বিদেশি অতিথিদের দুর্গাপুজো ও ভাসানের কার্নিভাল দেখতে আসার নেমন্তন্ন করতেও ভোলেনি মমতা।

আন্তরিকতা, স্বতঃস্ফূর্ততায় মমতা আছেন মমতাতেই!

অন্য বিষয়গুলি:

KIFF 2019 Mamata Banerjee Nobel Prize Culture Bengali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy