জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার। — ফাইল ছবি।
বৃহস্পতিবার মণিপুরের ননে জেলায় ধস। এখন পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ন’জনই দার্জিলিঙের জওয়ান। টুইটারে এই নিয়ে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মমতা টুইটারে লেখেন, ‘মণিপুরের ধসে মৃতদের মধ্যে দার্জিলিং হিলসের (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) নয় জওয়ান রয়েছেন জেনে আমি স্তম্ভিত। তাঁদের মৃত্যুতে শোকাহত। ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের পাশে রয়েছি।’
Shocked to know that nine jawans of the Darjeeling hills ( 107 Territorial Army unit)are among the casualties in the Manipur landslide. Deeply mourn the demises and extend
— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2022
all solidarity and support to the next of kin.Heartfelt condolences.
বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল সেনা ছাওনিতে ধস নামে। ছাওনির সকলে তখন ঘুমাচ্ছিলেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত সাত সেনা-সহ ৫৫ জনের খোঁজ মেলেনি বলে খবর। ১৮ মাসের এক শিশুও নিখোঁজ। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ধ্বংসস্তূপ থেকে দেহ খুঁজে বার করার জন্য নামানো হয়েছে প্রশিক্ষিত কুকুর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy