মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকার প্রণীত নতুন আইনের জেরেই মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, টুইটারে তোপ মমতার। পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার তৃণমূল জরুরি বৈঠকে বসছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অবিলম্বে এই ‘জনবিরোধী’ আইন প্রত্যাহার করার দাবিও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
মূল্যবৃদ্ধি ইস্যুতে বেশ কিছু দিন আগে থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন মমতা। কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসে নিত্যপ্রয়োজনীয় তালিকা থেকে আলু, পেঁয়াজ, ডাল, তৈলবীজ-সহ বিভিন্ন খাদ্যপণ্য বাদ দেয়। বিভিন্ন বিরোধী দল তখন থেকেই আপত্তি তুলতে শুরু করেছিল। তাদের সঙ্গে সুর মিলিয়ে মমতাও বলেছিলেন, এই পণ্যগুলি নিত্যপ্রয়োজনীয় তালিকার বাইরে যাওয়ায় এই সব জিনিসের মজুতদারিতে আর কোনও বাধা থাকল না। ফলে অসাধু ব্যবসায়ীদের পক্ষে কৃত্রিম ভাবে দাম বাড়ানো সহজ হবে। এ বার সেই ইস্যুতেই সুর আরও চড়লেন মমতা।
বৃহস্পতিবার এক আক্রমণাত্মক টুইটে কৃষক বিক্ষোভ, মূল্যবৃদ্ধি এবং বেসরকারিকরণ নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মমতা তোপ দেগেছেন। সেখানেই তিনি লিখেছেন, ‘‘শুক্রবার অর্থাৎ ৪ ডিসেম্বর আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক ডেকেছি। সেখানে আমরা আলোচনা করব যে, ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ কী ভাবে সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলছে এবং কী ভাবে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁচ্ছে।’’
The GOI is selling everything. You cannot sell Railways, Air India, Coal, BSNL, BHEL, banks, defence, etc. Withdraw ill-conceived disinvestment & privatization policy. We must not allow treasures of our nation to be transformed into BJP party’s personal assets.
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2020
এই আইন প্রত্যাহারের দাবিও তুলেছেন মমতা। কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য আইনকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে মমতা লিখেছেন, ‘এই আইন কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতেই হবে’।
We have called a meeting of the the All India Trinamool Congress on Friday, December 4. We will discuss how the Essential Commodities Act is impacting common people and resulting in sky rocketing prices. The central government must withdraw this anti-people law
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy