দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী কে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি?
নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- এর রিপোর্টে জানানো হয়েছে সেই তথ্য। বলা হয়েছে, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা! অন্য দিকে, এডিআর রিপোর্ট জানাচ্ছে দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির মূল্য ৫১০ কোটি টাকা!
ওই রিপোর্টে বলা হয়েছে দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতিও। এমনকি, সেই তালিকায় রয়েছেন কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। ‘গরিব মুখ্যমন্ত্রীর’ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিজয়নের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১ কোটি টাকা। তাঁর চেয়ে সামান্য বেশি হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের।
ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। বিজেপি নেতা পেমার সম্পত্তির মোট আনুমানিক অঙ্ক ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী ওড়িশার নবীন পট্টনায়কের ৬৩ কোটি। নির্বাচনী হলফনামা অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৯৬ লক্ষ টাকা বলে জানিয়েছে এডিআর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy