Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

Mamata Banerjee: ভাল কাজ করলে নার্সদের বড় পুরস্কার! নতুন পদ ঘোষণা করলেন মমতা

সাংবাদিক বৈঠকে এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার

সাংবাদিক বৈঠকে এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:০২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৮:৫৮

স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিয়ম করে বৈঠকের প্রথমটি হল বৃহস্পতিবার

স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিয়মিত বৈঠকে বসবেন আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বললেন, ‘‘প্রথম দিনের বৈঠক ভাল হয়েছে। আগামী ১৬ তারিখ ফের বৈঠকে বসব। সেদিন বাকি মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদেরও ডাকা হবে।’’ 

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৫৪ key status

এসএসকেএমের জন্য ‘জি প্লাস টেন’ হস্টেল

এসএসকেএমের জন্য লি রোডে ‘জি প্লাস টেন’ হস্টেল এবং অন্য মেডিক্যাল কলেজের জন্যও একটি ‘জি প্লাস সিক্স’ হস্টেল তৈরি হবে, জানালেন মমতা।  

Advertisement
timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৫০ key status

প্র্যাকটিশনার সিস্টার চিকিৎসকদের অভাব মেটাবেন: মমতা

প্র্যাকটিশনার সিস্টাররা প্র্যাকটিস করতে পারবেন। একই সঙ্গে তাঁদের দায়িত্ব নিয়ে অনেক কাজও করতে হবে, যাতে হাসপাতালে চিকিৎসকের অভাব বোধ না হয়। বললেন মমতা।

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৪৬ key status

নার্সরা অভিজ্ঞতার জোরে হতে পারেন প্র্যাকটিশনার সিস্টার : মমতা

মমতা বললেন, ‘‘চিকিৎসকদের নির্দেশে জুনিয়র ডাক্তাররা খুব ভাল কাজ করেন। অনেক নার্স দীর্ঘ অভিজ্ঞতা থেকে চিকিৎসকদের সমান কাজ করতে পারেন। যাঁরা ভাল কাজ করবেন, আমরা ঠিক করেছি, সেই সমস্ত নার্সকে আরও এক ধাপ পদোন্নতি করা হবে। ভাল কাজ করলে পদোন্নতির পর এই নার্সরা হবেন প্র্যাকটিশনার সিস্টার।’’

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৩৯ key status

দেখে নিন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৩৫ key status

চিকিৎসকদের অভাব মেটাতে কোয়াক ডাক্তারদের কাজে লাগানোর কথা ভেবেছি: মমতা

কোয়াক ডাক্তাররা গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে পারেন। ওঁরা ডাক্তার হিসেবে নয়, স্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কিছু নির্দেশিকা মেনে কাজ করবেন। জানালেন মমতা। 

Advertisement
timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৩১ key status

চিকিৎসক এবং নার্সদের বিনামূল্যে জমি

চিকিৎসক এবং নার্সদের বিনামূল্যে ১০ একর জমি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে বললেন, ‘‘ওঁদের কথা এর আগে ভাবা হয়নি। আমি হিডকোর চেয়ারম্যানকে বলেছি, আমাকে ১০ একর জমি দেখে দিতে। ওই জমি আমি বিনামূল্যে চিকিৎসক এবং নার্সদের দেব। ওঁরা চাইলে আবাসন বানিয়ে নেবেন।’’

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:২৭

পিজি হাসপাতালে ক্যানসার বিভাগের কথা বললেন মমতা

মমতা বললেন, ‘‘আপনারা জানেন পিজি হাসপাতালের সঙ্গে টাটা ক্যনসার হাসপাতাল যৌথ ভাবে একটি ক্যনসার চিকিৎসার প্রকল্প নিয়েছে।’’ 

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:২৫ key status

১৬ তারিখ ফের বৈঠকে বসবেন মমতা

১৬ তারিখ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ফের বৈঠকে বসবেন মমতা। জানালেন, সে দিন ৬টি মেডিক্যাল কলেজকেই বৈঠকে ডাকবেন। 

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:২৩ key status

নির্দিষ্ট দিনের ব্যবধানে নিয়মিত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে গত কয়েক দিনের করোনা পরিসংখ্যান বলছে, করোনায় মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো হারে বেড়েছে। পুজোর মুখে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে বসলেন মমতা। নবান্ন সূত্রে খবর, এই বৈঠক এখন নিয়মিত ভাবে হবে। প্রতি সপ্তাহে বা ১৫ দিন অন্তর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নিয়ম মাফিক সেই বৈঠকের প্রথমটি হল বৃহস্পতিবার।

timer শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:২১ key status

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ওই বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য সচিব এবং এসএসকেএমের অধিকর্তারা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে কথা হয় এসএসকেএমের নতুন ক্যানসার বিভাগ চালু করা নিয়েও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy