Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

বিধানসভা ভোটে লোকসভার পিছিয়ে থাকা আসনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন মমতা

গত লোকসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে-থাকা এলাকাগুলিতেই প্রথমদিকে বেশি জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রীর একের পর এক জনসভা থেকেও তেমনই ইঙ্গিত মিলছে।  -ফাইল চিত্র।

তৃণমূল নেত্রীর একের পর এক জনসভা থেকেও তেমনই ইঙ্গিত মিলছে। -ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৭:১৫
Share: Save:

গত লোকসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে-থাকা এলাকাগুলিতেই প্রথমদিকে বেশি জোর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে এলাকাগুলিতে তৃণমূল ভাল ফল করেছিল, সেখানে পরের দিকে জোর দেবেন মমতা। তাঁর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি দেখে এমনটাই মনে করছে তৃণমূলের একাংশ। তাদের বক্তব্য, গত দু’মাসে মমতার রাজনৈতিক প্রচারসূচিই তেমন ইঙ্গিত দিচ্ছে।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে খারাপ ফলাফল হয়েছিল তৃণমূলের। তাই ওই এলাকাগুলিতে হারানো ভোট ফিরে পেতে এখন থেকেই বাড়তি গুরুত্ব দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। তৃণমূল নেত্রীর একের পর এক জনসভা থেকেও তেমনই ইঙ্গিত মিলছে। লক্ষ্য করলে দেখা যাবে, গত দু’মাসে মমতা ১০টির কাছাকাছি জনসভা করেছেন। তার মধ্যে ৭টি সভা সেই এলাকাগুলিতে হয়েছে, যেখানে লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিল তৃণমূল। যা দেখে মমতার দলীয় সহকর্মীরা নিশ্চিত, লোকসভার হেরে যাওয়া আসনগুলি থেকে ভোট পুনরুদ্ধারে ইতিমধ্যেই নেমে পড়েছেন মমতা।

তৃণমূলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হলে সারা রাজ্য জুড়ে মিটিং, মিছিল, সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন দলনেত্রী। তবে তার আগে ‘খারাপ’ এলাকাগুলিতে প্রথম দফায় নজর দিতে শুরু করেছেন মমতা। প্রচারের শেষপর্ব তিনি আবার সেখানে ফিরবেন বলেই ধারনা তৃণমূলের একাংশের।

নির্বাচনকে সামনে রেখে গত ২৪ নভেম্বর বাঁকুড়ায় প্রথম জনসভা করেন মমতা। তারপর ৭ ডিসেম্বর মেদিনীপুরে দ্বিতীয় সভা করেন তিনি। এরপর ১৫ এবং ১৬ ডিসেম্বর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে জনসভা করেন তৃণমূল নেত্রী। ঘটনাচক্রে, ওই আসনগুলির সবক’টিতেই গত লোকসভা নির্বাচনে হেরেছিল তৃণমূল। ২৯ ডিসেম্বর বীরভূমের বোলপুরে মিছিল ও সভা করেন মমতা। যদিও ওই আসনটি জিতেছিল তৃণমূল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ের ‘পাল্টা’ হিসেবেই ওই কর্মসূচি হয়েছিল। বোলপুরের পর ১১ জানুয়ারি রানাঘাটে প্রথম জনসভা করেন মমতা। সেখানেও লোকসভায় হেরেছিল তৃণমূল। এরপর ১৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করেন তৃণমূল নেত্রী। তার রাজনৈতিক কারণ আবার ভিন্ন। কারণ, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কেন্দ্র। বিধানসভা ভোটে নন্দীগ্রামে তিনিই প্রার্থী হবেন বলে সেই সভা থেকে ঘোষণা করেছেন মমতা।

এর পর গত ১৯ জানুয়ারি পুরুলিয়ায় সভা করেন মমতা। গত লোকসভা নির্বাচনে সেখানেও পিছিয়েছিল তৃণমূল। ২৫ জানুয়ারি, সোমবার হুগলির পুরশুড়ায় জনসভা করেছেন মমতা। পুরশুড়া বিধানসভা আসনটি আবার আরামবাগ লোকসভার অন্তর্গত। আরামবাগে তৃণমূল জিতেছিল অল্প ব্যবধানে। কিন্তু পুরশুড়ায় পিছিয়ে ছিল তারা।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রের খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের পাহাড়ে যাওয়ার কথা রয়েছে মমতার। সেখানে জনসভার পাশাপাশি উত্তরবঙ্গের সংগঠনের হাল হকিকতও খতিয়ে দেখবেন তিনি। তবে শুধু মমতা একা নন, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে এ বার বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee West Bengal Assembly Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy