মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের মিছিল। কলকাতায়। নিজস্ব চিত্র।
সম্মানজনক ভাতা ও অন্যান্য দাবিতে পথে নামলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। বিধাননগরে ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনশন-অবস্থান তিন সপ্তাহ পেরিয়েছে। অনশন করতে গিয়ে অসুস্থও হয়েছেন শিক্ষিকারা। নিজেদের দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার শিয়ালদহ থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে ছিলেন শিক্ষাবিদ মাসুম আখতার, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত প্রমুখ। মিছিলের পরে রাজভবনে দাবিপত্র দেন তাঁরা। সংগঠনের রাজ্য সম্পাদক পসাশ রম বলেন, ‘‘যত দিন না মুখ্যমন্ত্রী আমাদের বেতনের বিজ্ঞপ্তি বার করছেন, তত দিন অনশন-অবস্থান এবং কলকাতার বুকে মিছিলও চলবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy