আইনের গেরোয় পুজোর আগে বাড়ি ফিরতে পারছেন না মদন মিত্র। তা জেনে দৃশ্যতই হতাশ প্রাক্তন মন্ত্রী জানান, এই নিয়ে তিন বার বাড়ির পুজোয় থাকতে পারছেন না তিনি। তবে এ বার মোবাইলে ফোনে অঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন।
সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত মদনবাবুকে জামিন দিয়ে আলিপুর জেলা আদালত শর্ত দিয়েছিল— তিনি ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না। মদনবাবুর বাড়ি কালীঘাট থানার অধীন। আলিপুর আদালতের নির্দেশের সংশোধন চেয়ে আবেদন করেছিলেন মদনবাবু। বুধবার আদালত জানিয়ে দিয়েছে, সেই আবেদনের শুনানি হবে ২৩ নভেম্বর, অর্থাৎ পুজোর পরে।
আলিপুরের আইনজীবীদের একাংশ জানান, মদনবাবুর জমিন খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছে সিবিআই। সেই মামলার শুনানি কবে হবে, ৫ অক্টোবর তা ঠিক করবে হাইকোর্ট।
তবে কোর্ট আগেই জানিয়ে দিয়েছে সেই শুনানি হবে পুজাবকাশের পরে। আলিপুর আদালতও সে জন্য পুজোর ছুটির মধ্যে মদনবাবুর
আবেদন শুনতে চায় না বলে মনে করছেন আইনজীবীরা।
মদনবাবু এ দিন সন্ধ্যায় বলেন, ‘‘লক্ষ দুর্গা প্রতিমা হয়ত দেখতে পাব। কিন্তু বাড়ির প্রতিমা দেখার সুযোগ এ বারও হল না। তবে, কোর্টের রায় মেনে চলব।’’ একটু থেমে তিনি বলেন, ‘‘এ নিয়ে তিন বার বাড়ির প্রতিমাকে পুজো দেওয়া হবে না। মা বোধহয় এখনও আমার উপর সন্তুষ্ট নন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy