অমিত শাহর বারুইপুরের সভা বাতিল। —ফাইল ছবি
অমিত শাহের বারুইপুরের সভা বাতিলই করল বিজেপি। দলের তরফে টুইট করে সভা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে তাঁর সভার অনুমতি দেওয়া হল না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বিজেপির দাবি, অনুমতি না পাওয়াতেই সভা বাতিল করা হয়েছে। তবে ক্যানিং এবং রাজারহাটের সভা নির্ধারিত সময়েই হবে বলে বিজেপি সূত্রে খবর।
আজ সোমবার হেলিকপ্টারে করে ক্যানিংয়ে আসার কথা অমিত শাহের। সেখান থেকে বারুইপুরের সভায় যোগ দেওয়ার কথা ছিল। এবং সব শেষে সভা ছিল রাজারহাটে। কিন্তু প্রশাসনিক সূত্রে খবর, জমির মালিক বারুইপুর থানায় গিয়ে সভা নিয়ে আপত্তি জানিয়েছেন। সেই কারণেই পুলিশ সভার অনুমতি দেয়নি।
এর পরই বিজেপির টুইটার হ্যান্ডলে বলা হয়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেহেতু বারুইপুরে অমিত শাহের দ্বিতীয় সভার অনুমতি দেয়নি, তাই ওই সভা বাতিল করা হচ্ছে।’’ মমতার এই ‘অরাজকতা’র জবাব বাংলার মানুষ ২৩ মে দিয়ে দেবেন বলেও মন্তব্য করা হয়েছে বিজেপির ওই টুইটে।
Since Mamata Banerjee Govt did not give permission for the 2nd rally which was to be held in Jadavpur, Kolkata, Shri @AmitShah is compelled to hold only 2 rallies. People of Bengal will give a befitting reply to this anarchy of Mamata Didi on 23rd May. #DeshModiKeSaath https://t.co/mwlhcGXFOq pic.twitter.com/DXclvgvYTp
— BJP (@BJP4India) May 13, 2019
আরও পডু়ন: এত হিংসা কেন? ‘শান্তিপূর্ণ’ ভোটে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী
আরও পডু়ন: রক্তাক্ত কেশপুরে চলল গুলি, স্লোগান উঠল ‘ভাগ ভারতী ভাগ’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy