ছবি: এপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল, বুধবার রাজ্যে আসছেন। তাঁর নিরাপত্তা কনভয়ে গাড়ির ব্যাপারে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তাদের চাহিদার কথা জানিয়েছে। সেই চাহিদা অনুসারে গাড়ির বন্দোবস্ত করার আগে নির্বাচনের আদর্শ আচরণবিধি খতিয়ে দেখছে রাজ্য সরকার।
কাল ব্রিগেডে জনসভা করার কথা মোদীর। তাঁর এই সফরের জন্য নিরাপত্তার ব্যবস্থা করছে এসপিজি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা কনভয়ের জন্য রাজ্য সরকারের থেকে সম্প্রতি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল) ছাড়াও বেশ কিছু গাড়ি চেয়েছে তারা। তার ব্যবস্থা করার আগে বিধি খতিয়ে চাইছে নবান্ন।
কেন? পুলিশ-প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, এমনিতে প্রধানমন্ত্রী যখনই রাজ্যে আসুন, তাঁকে ‘স্টেট গেস্ট’ বা রাজ্যের অতিথির মর্যাদা দেওয়ার কথা। কনভয়ে গাড়ির যাবতীয় ব্যবস্থাও করতে হয় রাজ্যকেই। কিন্তু আদর্শ আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচার সংক্রান্ত রাজনৈতিক কর্মসূচির প্রশ্নে মোদীকে ‘রাজ্যের অতিথি’র সব সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা থাকে না। কিন্তু সরকারি ‘ব্লু বুক’ অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে এসপিজি যে-সহযোগিতা চাইবে, তা রাজ্যেরই করার কথা। ফলে রাজ্যের সম্ভাব্য সিদ্ধান্তকে ঘিরে আদর্শ আচরণবিধি এবং ব্লু বুকের মধ্যে আগামী দিনে যাতে কোনও দ্বন্দ্ব তৈরি না-হয়, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছে রাজ্য। প্রয়োজনে নির্বাচন কমিশনকে জানিয়ে পদক্ষেপ করা হতে পারে।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে যত গাড়ির প্রয়োজন হবে, তার সব খরচ বহন করতে হবে রাজ্যকেই। তবে নির্বাচনের সময় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নিজে যে-গাড়িতে চড়বেন, তার খরচ দিতে হবে প্রধানমন্ত্রীকে অথবা তাঁর দলকে। এক পুলিশকর্তা বলেন, ‘‘প্রধানমন্ত্রী স্টার ক্যাম্পেনার বা তারকা প্রচারক হিসেবে বিবেচিত। সংশ্লিষ্ট খাতে তাঁর দলের অ্যাকাউন্ট থাকে। খরচ সেখান থেকেই পরিচালিত হয়। রাজ্য সব ব্যবস্থা করে রেখেছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy