Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Left

রাজ্যে ১১ প্রার্থীর নাম চূড়ান্ত কংগ্রেসে, হাইকম্যান্ড অনুমোদন দিলেই ঘোষণা

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী নাম নিয়ে গত কয়েকদিন ধরেই বামেদের সঙ্গে টানাপড়েন চলছে কংগ্রেসের।

কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি মিললেই প্রার্থী ঘোষণা হবে।—ফাইল চিত্র।

কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি মিললেই প্রার্থী ঘোষণা হবে।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ২১:১৫
Share: Save:

বামেদের সঙ্গে সমঝোতা হচ্ছে না, রবিবার রাতেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সোমবার ১১ আসনে প্রার্থীর নামও চূড়ান্ত করে ফেললেন সোমেন মিত্ররা। গতবার বামেদের জেতা দুই আসন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের প্রার্থীদের নামও সেই তালিকায় রয়েছে বলে বিধান ভবন সূত্রে খবর। বাকি ৩১টি আসনে প্রার্থীদের নামও খুব তাড়াতাড়িই চূড়ান্ত হবে বলে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। তবে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকে প্রার্থীদের নাম নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী নাম নিয়ে গত কয়েকদিন ধরেই বামেদের সঙ্গে টানাপড়েন চলছে কংগ্রেসের। তার মধ্যেই সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বেদলীয় বৈঠক বসে। সেখানেই ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর। সেই তালিকা ইতিমধ্যেই দিল্লিতে এআইসিসি-র দফতরে পাঠানো হয়ে গিয়েছে। সেখানে অনুমোদন মিললেই আনুষ্ঠানিক ঘোষণা হবে।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে সেই অনুযায়ী, রায়গঞ্জ থেকে দীপা দাশমুন্সিকে প্রার্থী করছে কংগ্রেস। মুর্শিদাবাদে দলের প্রার্থী হচ্ছেন আবু হেনা। উত্তর মালদহ থেকে দাঁড়াবেন ইশা খান চৌধুরী। দক্ষিণ মালদহে আবু হাসেন খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিৎ মুখোপাধ্যায় এবং বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীই প্রার্থী হচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর।

আরও পড়ুন: জেলে যেতে হচ্ছে না অনিল অম্বানীকে, এরিকসনের বকেয়া ৪৬২ কোটি মেটাল রিলায়্যান্স

আরও পড়ুন: ভোটপ্রচারে আকাশপথের নেতারাও এ বার কমিশনের নজরে​

বাম-কংগ্রেস জোট একেবারেই ভেস্তে গেল কিনা তা নিয়ে এখনও অনিশ্চিত রাজনৈতিক মহল। কারণ আগামী ২৩ মার্চ মালদহে সভা করতে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর উপস্থিতিতে কোনও সুরাহা হলেও হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE