ছবি: এএফপি।
ভোট ১২ মে। তবে এপ্রিলেই পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যাবেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকেরা। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, কে কোন এলাকার পর্যবেক্ষক হবেন তা চূড়ান্ত হয়েছে। পর্যবেক্ষকদের নামের তালিকা জেলায় পাঠিয়ে দিয়েছে কমিশন। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ এপ্রিলেই আগেই জেলায় পৌঁছবেন পর্যবেক্ষকেরা। কমিশন ২৩ মে, ভোটের ফলপ্রকাশের দিন পর্যন্ত পর্যবেক্ষকদের জেলায় থাকার নির্দেশ দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পি মোহনগাঁধী বলেন, ‘‘কমিশন নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। নির্দিষ্ট সময়েই পর্যবেক্ষকেরা জেলায় আসবেন।’’
সাধারণত, লোকসভা কেন্দ্র পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন। তবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে তা হচ্ছে না। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, এ জেলার দু’টি বিধানসভা কেন্দ্রের জন্যও একজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ওই দু’টি বিধানসভা হল ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত শালবনি এবং গড়বেতা। জেলা প্রশাসনের পদস্থ এক আধিকারিক মানছেন, ‘‘শালবনি এবং গড়বেতার জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।’’ এই দুই এলাকার উপর ‘বাড়তি’ নজর রাখতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।
পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর— ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে এই সাতটি বিধানসভা। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, কমিশন ঘাটাল লোকসভার পর্যবেক্ষক করেছে জে মেঘনাথ রেড্ডিকে। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ান— এই পাঁচটি কেন্দ্রের পর্যবেক্ষক হয়েছেন অনিলকুমার রাই। তিনি ঝাড়খণ্ডেরই বাসিন্দা। ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত শালবনি এবং গড়বেতা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক হয়েছেন রশ্মি সিদ্ধার্থ জাগাড়ে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কোথায় কে
• জে মেঘনাথ রেড্ডি
আইএএস, তামিলনাড়ু ক্যাডার
দায়িত্বে: ঘাটাল (পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর)
• অনিলকুমার রাই
আইএএস, ঝাড়খণ্ড ক্যাডার
দায়িত্বে: ঝাড়গ্রাম (নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ান)
• রশ্মি সিদ্ধার্থ জাগাড়ে
আইএএস, তামিলনাড়ু ক্যাডার
দায়িত্বে: ঝাড়গ্রাম (গড়বেতা, শালবনি)
• বিশ্বনাথ আচার্য
আইএএস, ওড়িশা ক্যাডার
দায়িত্বে: মেদিনীপুর (এগরা, দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, খড়্গপুর, মেদিনীপুর)
অন্য দিকে, মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে এগরা, দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, খড়্গপুর এবং মেদিনীপুরের পর্যবেক্ষক হয়েছেন বিশ্বনাথ আচার্য। বিশ্বনাথ ওড়িশা ক্যাডারের ২০০৭ সালের আইএএস। তিনি ওড়িশারই বাসিন্দা। জেলা প্রশাসনের পদস্থ এক আধিকারিক মনে করিয়ে দিচ্ছেন, ‘‘স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।’’ প্রশাসনের এক সূত্রে খবর, ওই আইএএস-রা জেনারেল অবজার্ভার অর্থাৎ, সাধারণ পর্যবেক্ষকের কাজ করবেন। সেই হিসেবেই নির্বাচন কমিশন তাঁদের পাঠাচ্ছে। জেলায় পৌঁছনোর পরে কমিশনের সঙ্গে সমন্বয় রাখবেন তাঁরা। ভোট দিতে যেতে ভয় পান অনেকে বলে অভিযোগ। জেলা প্রশাসনের এক সূত্রে খবর, এলাকায় গিয়ে সন্ত্রস্ত ভোটারদের সঙ্গে দেখা করতে পারেন পর্যবেক্ষকেরা। ভোটদানের বিষয়টি নিশ্চিত করতে তৎপর হতে পারেন তাঁরা। বিডিওদের নিয়ে বুথে বুথে যেতে পারেন। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইতে পারেন পর্যবেক্ষকেরা। বিভিন্ন স্পর্শকাতর বুথের বিষয়ে খোঁজ নিতে পারেন। সেই মতো সব প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy