
নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারা প্রার্থীদের বিক্ষোভ, হাতাহাতি। —নিজস্ব চিত্র।
ভুয়ো নথি দেখিয়ে ‘পাস’ সংগ্রহ করার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনে থেকে তাঁকে আটক করে ভ্যানে তোলা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
নেতাজি ইন্ডোরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা সওয়া ১২টায় চাকরিহারাদের সঙ্গে তাঁর বৈঠক শুরু হওয়ার কথা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে বিশৃঙ্খলা। চাকরিহারাদের দু’পক্ষের মধ্যে হাতাহাতি।
নেতাজি ইন্ডোরের সামনে কড়া পুলিশি প্রহরা রয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাফ। রয়েছে কাঁদানে গ্যাস। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।
র্যাফ মোতায়েন নেতাজি ইন্ডোরের সামনে। —নিজস্ব চিত্র।
বেলা বাড়ছে। বাড়ছে রোদের তেজ। নেতাজি ইন্ডোরের সামনে এখনও বহু মানুষ দাঁড়িয়ে। লাইন চলে গিয়েছে বাবুঘাট পর্যন্ত।
নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারাদের ভিড়। —নিজস্ব চিত্র।
চাকরিহারা প্রার্থীদের লম্বা লাইন নেতাজি ইন্ডোরের সামনে। মমতার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আশায় লাইন করে দাঁড়িয়েছেন তাঁরা। যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদেরই লাইন করানো হয়েছে। ধীরে ধীরে ‘পাস’ দেখে তাঁদের নেতাজি ইন্ডোরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে।
নেতাজি ইন্ডোরের সামনে চাকরিহারাদের লাইন। —নিজস্ব চিত্র।
ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘অনেক লোক চলে এসেছেন। আমরা অন্য গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করছি। পাস কারা দিয়েছে, আমাকে সেটা দেখতে হবে। পাস দেখেই আমরা ঢোকাচ্ছি।’’
বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানালেন, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনের রাস্তা ফাঁকা করে দিতে অনুরোধ করলেন তিনি। যাঁদের কাছে ‘পাস’ নেই, তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়েছে। তাঁদের জন্য কী বিকল্প ব্যবস্থা করা হয়, তা দেখা হচ্ছে।
চাকরিহারাদের লাইনের পাশে ডিসি সেন্ট্রার ইন্দিরা মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
চাকরিহারা প্রার্থীদের দু’পক্ষের বচসার মাঝে পরিস্থিতি সামাল দিতে মরিয়া চেষ্টা করছে পুলিশ। দু’পক্ষের মাঝে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন পুলিশকর্মীরা।
নবান্ন থেকে যে ‘পাস’ দেওয়া হয়েছে বলে চাকরিপ্রার্থীদের দাবি, তাতে লেখা ‘আমরা যোগ্য’। এই ‘পাস’ নিয়েই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে নেতাজি ইন্ডোরের সামনে। অনেকের কাছ থেকে ওএমআর শিট কিংবা নিয়োগপত্রের প্রতিলিপি কেড়ে নেওয়া হয়েছে।
‘পাস’ হাতে এক চাকরিপ্রার্থী। —নিজস্ব চিত্র।
মমতার সঙ্গে বৈঠকে যোগ দিতে অনেকে ওএমআর শিট নিয়ে এসেছেন। এসএসসির ওয়েবসাইট থেকেই সেই উত্তরপত্র ডাউনলোড করা হয়েছে বলে দাবি। তাঁরা যে যোগ্য প্রার্থী, তার প্রমাণ হিসাবে ওএমআর শিট দেখাচ্ছেন। উত্তেজনা বাড়ছে নেতাজি ইন্ডোরের সামনে।
মমতার সঙ্গে বৈঠকের আগে চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর। চাকরিহারাদের দু’পক্ষ সেখানে মুখোমুখি হয়েছে। এক দলের কাছে বৈঠকের ‘পাস’ আছে। তাঁদের অধিকাংশ শহিদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন। ঘটনাস্থলে গিয়ে বসে পড়েছেন তাঁরা। দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।
চাকরিহারাদের একাংশের দাবি, নবান্ন থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ‘পাস’ দেওয়া হয়েছে। ‘যোগ্য’ প্রার্থীরা এই ‘পাস’ পেয়েছেন। কী ভাবে ‘যোগ্য’ বাছা হল? চাকরিহারাদের বক্তব্য, মামলাকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া, ওএমআর শিট দেখে ‘ঠিক করা হয়েছে’ কারা যোগ্য। তাঁরাই পাস পেয়েছেন।
অন্য একাংশের অভিযোগ, এই ‘পাস’ কোথা থেকে দেওয়া হল, তাঁরা জানেন না। তাঁরা কোনও ‘পাস’ পাননি। কিন্তু তাঁরাও নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে চান।
শহিদ মিনারে রাতভর যাঁরা অবস্থানে বসেছিলেন, সোমবার সকাল ৯টার পর তাঁরা নেতাজি ইন্ডোরের উদ্দেশে রওনা দিলেন। মিছিল করে নেতাজি ইন্ডোরের দিকে যাচ্ছেন তাঁরা। তাঁদের সকলের কাছে মমতার বৈঠকের ‘পাস’ আছে বলে দাবি।
রবিবারই চাকরিহারাদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এক জন অযোগ্য প্রার্থীও সেই বৈঠকে থাকলে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন। অভিযোগ, রবিবার রাতে ‘অযোগ্য’ প্রার্থীরা শহিদ মিনারে এসে নেতাজি ইন্ডোরের বৈঠকের ‘পাস’ চেয়েছেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে রবিবার রাত থেকে শহিদ মিনারের সামনে জমায়েত করেছেন চাকরিহারাদের একাংশ। তাঁরাও নেতাজি ইন্ডোরে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকার জন্য নেতাজি ইন্ডোরের সামনে রবিবার রাত থেকে জড়ো হয়েছেন বহু চাকরিহারা প্রার্থী। তাঁদের অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রেও ‘পাস’ বিক্রি হয়ে যাচ্ছে। যাঁরা রাত থেকে বসে আছেন, তাঁদের ‘পাস’ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই মর্মে সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
নেতাজি ইন্ডোরে সোমবার সকাল থেকে জড়ো হয়েছেন চাকরিহারারা। অভিযোগ, বৈঠকের ‘পাস’ পাননি অনেকে। ফলে চাকরিহারাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছেন না চাকরিহারারা। ‘অযোগ্য’ বলে একাংশকে চিহ্নিত করা গেলেও বাকিদের মধ্যে থেকে ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ আলাদা করা যায়নি। ফলে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে অনেকে ‘যোগ্য’ রয়েছেন।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এঁদের মধ্যে যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ তাঁদের বেতনও ফেরত দিতে বলেছে আদালত। বাকিদের বেতন ফেরাতে হবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy