কেওড়াতলা মহাশ্মশানে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র।
গান স্যালুটের পর শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে সুব্রতকে। কেওড়াতলা মহাশ্মশানে শুরু হয়েছে সুব্রতের শেষকৃত্যের কাজ।
কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুট দেওয়া হল সুব্রত মুখোপাধ্যায়কে। এর পর শুরু হবে শেষকৃত্য।
সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। এখানেই গান স্যালুটের পর শেষকৃত্য করা হবে তাঁর দেহ।
কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সুব্রত মুখোপাধ্য়ায়ের দেহ। সঙ্গে রয়েছেন তাঁর দলীয় সতীর্থরা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন তাঁর শেষযাত্রায়।
একডালিয়া এভারগ্রিনের সামনে অনুগামীদের প্রবল ভিড় ঠেলেই বের করা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে থেকে কেওড়াতলা নিয়ে যাওয়া হবে তাঁকে। মহাশ্মশানে হবে সুব্রতের শেষকৃত্য।
একডালিয়া এভারগ্রিন থেকে সুব্রতের দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে তাঁর। গান স্যালুটও দেওয়া হবে তাঁকে।
একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে নিয়ে আসা হল সুব্রতের দেহ। এই ক্লাব এবং ক্লাবের পুজোর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গিয়েছে সুব্রতের নাম। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষ ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন। লাইন দিয়ে দাঁড়িয়ে তাঁরা শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় নেতাকে।
বাড়ির পাশাপাশি একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনেও ভিড় জমিয়েছেন অনুগামীরা। বাড়ি থেকে ক্লাবের সামনে আনা হবে সুব্রতের দেহ।
বালিগঞ্জের বাড়িতে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অনুগামীরা। পাশাপাশি তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই উপস্থিত রয়েছেন সেখানে।
বিধানসভা থেকে বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। ইতিমধ্যেই সুব্রতর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন পরিজন এবং অনুগামীরা। প্রিয় নেতাকে শেষ বারের মতো দেখতে একডালিয়ায় ভিড় জমিয়েছেন সুব্রতের অনুগামীরা।
বিধানসভায় উপস্থিত বিধায়করা শেষ শ্রদ্ধা জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়কে। এখন তাঁর দেহ বিধানসভা থেকে নিয়ে যাওয়া হচ্ছে বালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে একডালিয়া এভারগ্রিন ক্লাবেও নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।
সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার দুপুরে বিধানসভায় গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে সুব্রতের দেহে মাল্যদান করেন তিনি। মাল্যদানের পর সাংবাদিকদের ধনখড় বলেছেন, ‘‘রাজনীতিতে উনার মতো ব্যক্তিত্বের নাম সব সময় উজ্জ্বল হয়ে থাকবে।’’
বিধানসভায় শায়িত রয়েছে সুব্রতের দেহ। সেখানে শাসক এবং বিরোধীদলের বিধায়করা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁকে। ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ছাড়াও রয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করাও রয়েছেন সেখানে।
রবীন্দ্র সদন থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। সেখানে আধ ঘণ্টা শায়িত থাকবে তাঁর দেহ। বিধানসভার সদস্যরা সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁকে। ইতিমধ্যেই বিধায়করা বিধানসভায় অপেক্ষা করছেন সুব্রতকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। ১৯৭২ সালে প্রথম বার বিধায়ক হয়েছিলেন সুব্রত। তার পর একাধিক বার বিধায়ক এবং মন্ত্রী হয়েছিলেন তিনি। এ বছরও বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতেছেন তিনি। বিধায়ক থাকার সময়ই মৃত্যু হল তাঁর।
সকাল ১০টা থেকে রবীন্দ্র সদনে রাখা ছিল প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। এখন তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভায়। সেখানে এখন অপেক্ষা করছেন বিধায়করা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বিধায়করা রয়েছেন সেখানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত রয়েছেন বিধানসভায়।
সুব্রত মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে বেলা পৌনে ১টার সময় রবীন্দ্র সদনে পৌঁছেছিলেন মুনমুন সেন। শায়িত সুব্রতর মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় তাঁকে।
সুব্রতকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে গিয়েছেন শতাব্দী রায়।
রবীন্দ্র সদনে সুব্রতকে শ্রদ্ধা জানাতে এলেন রাজ্য বিজেপি-র শীর্ষস্থানীয় নেতারা। দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, রাহুল সিন্হা, জিতেন্দ্র তিওয়ারি-সহ একাধিক নেতা সুব্রতর দেহতে মালা দিয়েছেন।
সুব্রতের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্য বিজেপি-র একাধিক নেতা। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা সুব্রতের মৃত্যুর পর তাঁর প্রতি সম্মানজ্ঞাপন করেছেন।
We are mourned for the sudden demise of Mr. Subrata Mukherjee, who was a senior leader, a successful politician, ex mayor and sitting Panchayat Minister of West Bengal Govt.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) November 4, 2021
May his soul rest in peace. pic.twitter.com/QYfLcPht0g
I am deeply anguished & pained by the passing away of veteran politician & senior WB Cabinet Minister Shri Subrata Mukherjee.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 4, 2021
My thoughts are with his bereaved family members, admirers & supporters.
May his soul attains eternal peace. Om Shanti 🙏🏻
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy