ফাইল ছবি
এসএসকেএমে গেলেন সিবিআই আধিকারিকেরা। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে সুপারের সঙ্গে কথা বললেন তাঁরা। মেডিক্যালে বোর্ডে কে কে আছে তা জানাতে চায় সিবিআই।
দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে পাঠানো হল অনুব্রত মণ্ডলের চিঠি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বুধবারের ঘটনাক্রম বিস্তারিত পাঠানো হয়েছে দফতরে। সংস্থার আইন সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে করা হচ্ছে।
সিবিআই তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে চিঠি দিয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার দুপুরে তাঁর আইনজীবী ওই চিঠি সিবিআইকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।সিবিআই তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে ।
বুধবারই সিবিআই দফতরে অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার রাতে বীরভূম থেকে কলকাতায় পৌঁছেওছিলেন তিনি। কিন্তু বুধবার শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয় অনুব্রতকে। এর পরেই সিবিআইকে চিঠি। সেখানে লেখা, তাঁর পক্ষে সিবিআইয়ের দফতরে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই সম্ভব হলে তাঁরাই যেন হাসপাতালে এসে তাঁকে জেরা করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy