ফাইল চিত্র
কিছু বিষয়ে ছাড় দিলেও আপাতত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবান্ন থেকে।
West Bengal govt extends restrictions till July 1, essential services exempted.
— ANI (@ANI) June 14, 2021
"All govt offices will function with 25% strength. Private and corporate offices will remain open from 10 am to 4 pm with not more than 25% strength," CM Mamata Banerjee says pic.twitter.com/epGIr63hg9
সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদির দোকান ইত্যাদি। এ ছাড়া বেলা ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল খোলা থাকবে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, পানশালা, হোটেল ।
রাজ্যে বাড়িয়ে দেওয়া হল কড়া বিধিনিষেধের সময়সীমা। ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস। একগুচ্ছ বিধিনিষেধের ঘোষণা করা হল নবান্ন থেকে।
আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব।
পার্কে ঢোকার অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলেই, প্রাতর্ভ্রমণের অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। এ ছাড়া স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটো, ট্যাক্সি বা অন্য যানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং ইউনিট ৫০ জন শিল্পী নিয়ে কাজ করতে পারবেন। ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে বন্ধ থাকছে জিম, স্পা। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ।
শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে। রেস্তরাঁ, বার, হোটেলে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে। ।
দীর্ঘ লকডাউনে বন্ধ থাকার পর, রাজ্যে খুলতে চলেছে শপিং মল। তবে নির্দিষ্ট সময় মেনে শপিং মল খোলা থাকবে। শপিং মলে ৩০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। ২৫ শতাংশ কর্মী কাজে যোগ দিতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy