প্রতীকী ছবি।
স্বাধীনতা আন্দোলনে শহিদ ক্ষুদিরাম বসুর ছবি ‘দুষ্কৃতী’র তালিকায় দেখানোয় একটি ওয়েব সিরিজের বিরুদ্ধে লালবাজারে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করল চার বাম ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, পিএসইউ এবং ছাত্র ব্লক। ওই ওয়েব সিরিজের একটি দৃশ্যে থানার বোর্ডে আটকানো দুষ্কৃতীদের ছবির মধ্যে ক্ষুদিরামেরও মুখ দেখা গিয়েছে। যে ওয়েব প্ল্যাটফর্মে ‘অভয় ২’ নামে ওয়েব সিরিজটি দেখানো হচ্ছে, সেই সংস্থার কর্ণধার বিজেপি-ঘনিষ্ঠতার সুবাদে রাজ্যসভার সাংসদ হয়েছেন, এই দাবি করে বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, গেরুয়া শিবির বরাবরই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কালিমালিপ্ত করতে সচেষ্ট। এই প্রশ্নে ডিএসও আজ, সোমবার রাজ্য জুড়ে বিক্ষোভেরও ডাক দিয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি, ক্ষুদিরামের ছবি সরিয়ে ওয়েব সিরিজ নির্মাতাদের ক্ষমা চাইতে হবে। নির্মাতা ওবং ওয়েব প্ল্যাটফর্মের তরফে অবশ্য বলা হয়েছে, ‘অনবধানতাবশত’ ক্ষুদিরামের ছবি দেখানো হয়েছে। ভুল শুধরে নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy