Advertisement
E-Paper

জোট নিয়ে বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনার জের? আব্বাস আমন্ত্রণ পেলেন না আসাদউদ্দিনের সভায়

আব্বাসের দলের আচরণ ভাল চোখে দেখেননি বাংলার এআইএমআইএম নেতৃত্ব। তাই তাঁরা একক ভাবেই পথ চলার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৩
Share
Save

অল ইন্ডিয়া মজলিশ এ ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কলকাতায় জনসভা করবেন। তবে সেই সভায় আমন্ত্রণ জানানো হল না ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকিকে। এআইএমআইএম-কে জোটের প্রতিশ্রুতি দিয়েও বাম-কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেই কি ওয়াইসির জনসভায় আব্বাসকে আমন্ত্রণ জানানো হল না, উঠছে প্রশ্ন। এআইএমআইএম-এর যদিও দাবি, ওই জনসভায় অন্য দলের কাউকেই আমন্ত্রণ জানানো হবে না।

আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতায় বাম-কংগ্রেসের বিগ্রেড সমাবেশ। তার ঠিক এক সপ্তাহ পরেই ৭ মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই ২৫ ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াব্রুজ বিধানসভার কারবালা পিঙ্ক স্কোয়ারে জনসভা করতে আসছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু সেই জনসভায় আমন্ত্রণ জানানো হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএফএস)-কে। ২৫ তারিখ দুপুরে কলকাতায় পা রেখেই মেটিয়াবুরুজের সভায় যোগ দিতে যাবেন ওয়াইসি। তিনি যে রাজ্যে সংখ্যালঘু ভোটকেই লক্ষ্য করবেন, তা পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণার পরেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। আর প্রথম জনসভার করার ক্ষেত্রেও তিনি বেছে নিয়েছেন কলকাতা শহরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকেই। তবে প্রথম রণকৌশল হিসেবে এআইএমআইএম আব্বাসকেই সঙ্গী করতে চেয়েছিল। সেই মতো গত ৩ জানুয়ারি ফুরফরা শরিফে এসে আব্বাসের ওপর তাঁর আস্থাজ্ঞাপন করে জোটের কথা ঘোষণা করে গিয়েছিলেন ওয়াইসি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আইএসএফ জোটের আলোচনা চালাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে।

আব্বাসের দলের এ হেন আচরণ ভাল চোখে দেখেননি বাংলার এআইএমআইএম নেতৃত্ব। তাই তাঁরা একক ভাবেই পথ চলার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আইএফএস-কে আমন্ত্রণ না জানানোর বিষয়টি এড়িয়ে গিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হাসান। তাঁর কথায়, ‘‘ওয়াইসি এই প্রথম বাংলায় কোনও জনসভা করতে আসছেন। এখানে আমরা আমাদের শক্তি দেখিয়ে জনসভা সফল করার লক্ষ্য রেখেছি। সভায় অন্য রাজনৈতিক দলের কাউকে আমন্ত্রণ জানানো হবে না। আব্বাস বা ওদের দলের কাউকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কখনও কোনও আলোচনাই হয়নি।’’

আমন্ত্রণ না পেলেও এখনই এআইএমআইএম-এর সঙ্গে জোট সম্পর্কের দরজা বন্ধ করতে নারাজ আব্বাস সিদ্দিকির দল। আইএফএস-এর চেয়ারম্যান নৌদাস সিদ্দিকি বলেছেন, ‘‘আগে বাম ও কংগ্রেসের সঙ্গে আমাদের জোট চূড়ান্ত হোক। তার পরেই মিম নিয়ে আমাদের সিদ্ধান্ত জানতে পারবেন।’’


Asaduddin Owaisi Abbas Siddique

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিমিয়াম খবর…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়।

  • সঙ্গে পান রোজ আনন্দবাজার পত্রিকার নতুন ই -পেপার পড়ার সুযোগ।

  • এখন না পড়তে পারলে পরে পড়ুন, 'সেভ আর্টিকল-এ ক্লিক করে।

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

SAVE 1%*
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।