Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Left

দুই সরকারকে পথে নেমে হুঁশিয়ারি বামের

রাজ্য সরকার সেই ধর্মঘটে বাধা দিয়ে যেন মোদী সরকারের ‘ঢাল’ হয়ে দাঁড়ানোর চেষ্টা না করে!

কলকাতায় বামেদর মিছিল। নিজস্ব চিত্র।

কলকাতায় বামেদর মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৫:৩৫
Share: Save:

ধর্মঘটের আগে রাস্তায় নেমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল বামেরা। কৃষক ও শ্রমিকদের প্রতিবাদকে হাতিয়ার করে ঘোষণা করে দেওয়া হল আরও পথে নামার কর্মসূচিও।মোদী সরকারের নানা ‘জনবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় কৃষক সংগঠনগুলির প্রতিবাদ রয়েছে ২৬ ও ২৭ তারিখ। তার মধ্যে এ রাজ্যে ২৬ তারিখ গ্রামীণ ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের দাবি-দাওয়া সামনে রেখেই মঙ্গলবার পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দিয়েছিল বামফন্ট ও সহযোগী মিলে মোট ১৭ দল। মিছিলে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। বাম নেতাদের বক্তব্য, মোদী সরকারের কার্যকলাপের প্রতিবাদেই মূলত এই ধর্মঘট। রাজ্য সরকার সেই ধর্মঘটে বাধা দিয়ে যেন মোদী সরকারের ‘ঢাল’ হয়ে দাঁড়ানোর চেষ্টা না করে!

পার্ক সার্কাসে মিছিল শুরুর আগে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের হুঁশিয়ারি, ‘‘কৃষিকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলায় এ কাজ করতে যাবেন না! এখানে কিন্তু কড়া প্রতিরোধ হবে, মানুষ আপনাদের বুঝিয়ে দেবেন!’’ ধর্মঘটের সমর্থনেই আগামী ১০ তারিখ কলকাতায় মশাল মিছিল করবে বাম যুব সংগঠনগুলি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র জানিয়েছেন, ওই কর্মসূচিতে তাঁরা যুব কংগ্রেস, ডিওয়াইও এবং আরওয়াইএল-কেও আমন্ত্রণ জানিয়েছেন। একই ভাবে রাজ্য জুড়ে ২৩ তারিখ ‘যুব দিবসে’র কর্মসূচিতেও কংগ্রেস, এসইউসি এবং সিপিআই (এম-এল) লিবারেশনের যুব সংগঠনকে ডাকা হয়েছে।

চিঠি চালাচালি বন্ধ করে অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে কাল, বৃহস্পতিবার ও পরশু, শুক্রবার নানা স্টেশন-সহ জনবহুল জায়গায় বিক্ষোভ-অবস্থানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। আবার ওই দু’দিনই কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেসও। বিধান ভবনের সামনে ‘মহিলা ও দলিত উৎপীড়ন-বিরোধী দিবস’ পালনের ধর্নায় কাল থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। পর দিন, শুক্রবার শহরে কংগ্রেসের ট্রাক্টর মিছিল কৃষি আইনের প্রতিবাদে।

অন্য বিষয়গুলি:

Left CPIM Surya Kanta Mishra Central Government State Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy