Advertisement
১৯ নভেম্বর ২০২৪

শিক্ষিকাদের নিয়োগ নিজের জেলায়: পার্থ

রাজ্য সরকারের সিদ্ধান্ত, শিক্ষিকার বাড়ি যে-জেলায়, তিনি সেখানেই পড়ানোর সুযোগ পাবেন। যদি কোনও শিক্ষিকার নিজের জেলায় তাঁর বিষয়ের শূন্য পদ না-থাকে, তাঁকে পাশের জেলায় পোস্টিং দেওয়া হবে।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৭
Share: Save:

শিক্ষক দিবসে বিশেষত শিক্ষিকাদের একটি সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের স্কুল-কলেজের শিক্ষিকারা এখন থেকে নিজের নিজের জেলায় থাকতে পারবেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত, শিক্ষিকার বাড়ি যে-জেলায়, তিনি সেখানেই পড়ানোর সুযোগ পাবেন। যদি কোনও শিক্ষিকার নিজের জেলায় তাঁর বিষয়ের শূন্য পদ না-থাকে, তাঁকে পাশের জেলায় পোস্টিং দেওয়া হবে।

‘‘কোনও শিক্ষিকার বাড়ি হয়তো সুন্দরবনে। অথচ তাঁকে যেতে হয় কল্যাণীতে। অথবা স্বামী হয়তো চাকরি করেন কোচবিহারে। স্ত্রী রয়েছেন কলকাতায়। ঠিক হয়েছে, শিক্ষিকার বাড়ি যে-জেলায়, এ বার সেখানেই তিনি পোস্টিং পাবেন।’’ বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানান পার্থবাবু। শিক্ষিকা-পদ সব থেকে বেশি রয়েছে প্রাথমিকে।

অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, পোস্টিংয়ের নিয়মবিধি রয়েছে। এ বার তাতে পদ্ধতিগত কিছু বদল আনতে হবে। তার পরে শুরু হবে, কে কোথায় চাকরি করছেন, তার তালিকা তৈরির কাজ।

আরও খবর: ঘরে ঢুকুক পর্যটন, চান মুখ্যমন্ত্রী

অবিবাহিত হলে মা-বাবা কোথায় থাকেন, তার উপরে ভিত্তি করে শিক্ষিকার চাকরিস্থল ঠিক হবে। বিবাহিতাদের ক্ষেত্র স্বামী যে-জেলায় চাকরি করবেন, সেই জেলায় পোস্টিং পাবেন সংশ্লিষ্ট শিক্ষিকা। একই অনুষ্ঠানে ছিলেন কলেজ সার্ভিস কমিশন বা সিএসসি-র চেয়ারম্যান দীপক কর। তিনি পরে বলেন, ‘‘এ বিষয়ে সরকার যেমন নির্দেশ দেবে, আমরা সেই অনুসারেই চলব।’’

এ দিন শিক্ষামন্ত্রী স্কুল-কলেজে নিয়মিত পঠনপাঠনের উপরে গুরুত্ব দেন। অনুষ্ঠানে রাজ্যের ১৩টি স্কুলকে সেরা স্কুলের সম্মান জানানো হয়। ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের মোট ৬০ জন শিক্ষক-শিক্ষিকাকে।

অন্য বিষয়গুলি:

Education Academics SSC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy