ফাইল চিত্র
একই দিনে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড— দুটি টিকা পেতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার সকালে রাজ্যে এসে পৌঁছল ১ লক্ষ ১০ হাজার কোভ্যাক্সিন টিকা। রাজ্য সরকার টিকা নির্মাতা ভারত বায়োটেকের কাছে আগেই কোভ্যাক্সিনের বরাত দিয়েছিল। সেই টিকা হাতে পেল রাজ্য। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের পাঠানো আরও ২ লক্ষ ২৮ হাজার কোভিশিল্ড টিকা স্বাস্থ্য দফতর হাতে পাবে। চলতি সপ্তাহের সোমবার কেন্দ্র ২ লক্ষ ৫৮ হাজার কোভিশিল্ড পাঠিয়েছিল রাজ্যকে। তা ইতিমধ্যেই জেলায় জেলায় বণ্টন শুরু হয়ে গিয়েছে বলে বাগবাজারের রাজ্য ভ্যাকসিন স্টোর সূত্রে খবর। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাগবাজার স্টোরে কেন্দ্রের পাঠানো কমবেশি ২ লক্ষ ১০ হাজার কোভিশিল্ড টিকা মজুত থাকলেও তা বণ্টন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্য দিকে, রাজ্যের কেনা ৬ হাজার কোভ্যাক্সিন টিকা বাগবাজারে আগে থেকেই মজুত ছিল। বৃহস্পতিবার টিকা হাতে পাওয়ার পর প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোভ্যাক্সিন টিকা রাজ্যের স্টোরে রয়েছে। বর্তমানে রাজ্যের কেনা কোভিশিল্ড টিকার ভাঁড়ার শূন্য বলেই বাগবাজার স্টোর সূত্রে জানা গিয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৬৯ লক্ষ ৩৫ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy