প্রতীকী ছবি।
খাটো পোশাক পরা নিয়ে এক তরুণীকে তির্যক মন্তব্য করায় ইএম বাইপাসের একটি আবাসনের সংগঠনের সভাপতিকে তলব করল রাজ্য মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সোমবার বলেন, ‘‘ওই আবাসনের বাসিন্দাদের তরফে এই নিয়ে দ্বিতীয় বার অভিযোগ জমা পড়ল। অভিযোগ খতিয়ে দেখতে আবাসন সংগঠনের সভাপতি নিবিড় দাশগুপ্তকে শীঘ্রই কমিশনের অফিসে হাজির হতে বলা হয়েছে।’’
গত ২২ জুলাই বাইপাসের আবাসনটির অফিসে ওই তরুণী শর্টস আর টপ পরে যাওয়ায় তাঁকে তির্যক মন্তব্য করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রেসিডেন্সি কলেজের ওই প্রাক্তনীকে হোয়াটসঅ্যাপেও নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। এর পরেই ২৮ জুলাই তরুণী গরফা থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি জানান রাজ্য মহিলা কমিশনেও।
এ দিন মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, প্রথম বার অভিযোগের পরে দু’পক্ষকে কমিশনে ডেকে পাঠানো হলেও শুধু অভিযোগকারিণী হাজির হয়েছিলেন। লীনাদেবী বলেন, ‘‘গত সপ্তাহে ফের তরুণীর বাবা এবং অন্য আবাসিকেরা কমিশনে অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে নিবিড়বাবুকে ডেকে পাঠানো হয়েছে।’’ তাঁর কথায়, ‘‘শুধুমাত্র পোশাক নিয়ে ওই তরুণীকে তির্যক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে বলে তিনি যে অভিযোগ করেছেন, তা সত্যি হলে বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। দু’পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত হবে।’’ এ বিষয়ে নিবিড়বাবুকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘আমি কোনও কথা বলব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy