যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)-র বৈঠক ঘিরে মঙ্গলবার তৈরি হল উত্তেজনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন ডিন অফ স্টুডেন্টস-সহ অন্যান্য আধিকারিককে ঘেরাও করেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যেরা। তাঁদের দাবি, এখনই ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। তার পরে হবে বৈঠক। অন্য দিকে, এসএফআই কেন ঘেরাও করেছে, সেই প্রশ্ন তুলে অরবিন্দ ভবনের বাইরে আবার পাল্টা বিক্ষোভ দেখায় অন্য ছাত্র সংগঠনগুলি। তাঁদের দাবি, আগে কমিটির পুনর্গঠন হোক, তার পরে হবে ছাত্র সংগঠনের ভোট।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে ছাত্র প্রতিনিধি বাছাই করার জন্য ভোটাভুটি হওয়ার কথা। ফেব্রুয়ারির শেষের দিকেই এই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এত দিন পর্যন্ত ছাত্র সংসদের প্রতিনিধিরাই এই কমিটিতে জায়গা পেতেন। কিন্তু গত কয়েক বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্রভোট হয়নি। ২০২০ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে। ফলে সেই সময়ের ছাত্র প্রতিনিধিরাই এখনও রয়ে গিয়েছেন কমিটিতে। আইসিসিতে কেন নতুন ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পড়ুয়াদের একাংশ।
আরও পড়ুন:
মঙ্গলবার আইসিসির প্রতিনিধি নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন ডিন-সহ অধ্যাপক, আধিকারিকেরা। তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআইয়ের সদস্যেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই নেতা সৌর্যদীপ্ত রায় বলেন, ‘‘আভ্যন্তরীণ কমিটি গঠনে আমরা সব সময় আন্দোলন করে আসছি। ভোটের দাবিও করছি। মঙ্গলবার তার বৈঠক ছিল এবং সেখানে অন্য ছাত্র সংগঠনগুলি বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের ভেতরে আটকে রেখে বাইরে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যা কোনও ভাবেই কাম্য নয়।’’ অন্য ছাত্রসংগঠনগুলির দাবি, এসএফআই গায়ের জোরে নির্বাচন করাতে চাইছে। আগে কমিটির পুনর্গঠন হবে, তার পর ভোট।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে ছাত্র প্রতিনিধি ছাড়াও অধ্যাপকেরা এবং অন্য মনোনীত প্রতিনিধিরা থাকেন। এত দিন ছাত্র সংসদের প্রতিনিধিরা সরাসরি আইসিসিতে জায়গা পাওয়ায় আলাদা করে ভোটাভুটির প্রয়োজন প়ড়েনি। তবে ছাত্র নির্বাচন থমকে থাকার কারণে উদ্ভূত জট কাটাতে এ বার আইসিসিতে ছাত্র প্রতিনিধি বাছতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কমিটি (ইসি) ইতিমধ্যে ভোটাভুটিতে অনুমতি দিয়েছে। ২০১৫ সালে আইসিসি গঠিত হয় যাদবপুরে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তার পর থেকে ছাত্র প্রতিনিধি বাছতে এমন ভোটাভুটি হতে দেখা যায়নি।