মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
দক্ষিণ এশিয়ার শহরগুলিতে সন্ত্রাসবাদ এবং হিংসার ঘটনা রুখতে কলকাতায় এক ছাদের তলায় বসছেন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মলদ্বীপের বিভিন্ন শহরের মেয়র-সহ পুর প্রশাসনের কর্তারা। হাজির থাকবেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হলও।
ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সন্ত্রাসবাদী হানার আশঙ্কা রয়েছে। তার উপরে এ দেশে বিভিন্ন শহরে হিংসার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে জাতি, গোষ্ঠী এবং ধর্মের ভিত্তিতে পারস্পরিক বিদ্বেষ এবং মেরুকরণও। সে কথা মাথায় রেখেই ভবিষ্যত প্রজন্মকে সচেতন করার প্রয়োজন রয়েছে। দূতাবাস সূত্রে বলা হয়েছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কী ভাবে শহরকে নিরাপদ এবং হিংসা-বিদ্বেষমুক্ত রাখা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন প্রকল্পে কাদের কাজে লাগানো যেতে পারে, তাও শেখানো হবে।
মার্কিন দূতাবাস সূত্রের খবর, ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে শুরু হওয়া এই প্রকল্পের নাম স্ট্রং সিটি নেটওয়ার্ক। ওই অনুষ্ঠানে এই প্রকল্পের ম্যানেজার ড্যানিয়েল হুটনও থাকবেন। এই প্রকল্পে যুক্ত রয়েছে ফেসবুক এবং কমনওয়েলথ নেশনসের সচিবালয়ও। হাজির থাকবেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy