Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Madan Mitra

Madan Mitra: স্বরযন্ত্রের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি বিধায়ক মদন, হতে পারে অস্ত্রোপচার

এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের অধীনে ছ’সদস্যের ‘মেডিক্যাল বোর্ড’ মদন মিত্রের চিকিৎসার দায়িত্বে রয়েছে।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মদন।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মদন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ২২:৩৪
Share: Save:

স্বরযন্ত্রের (ভোকাল কর্ড) সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শেই মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় বলে মদনের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের অধীনে ছ’সদস্যের ‘মেডিক্যাল বোর্ড’ মদনের চিকিৎসার দায়িত্বে রয়েছে। হাসপাতালে মদনের বুকে ব্যথা শুরু হলে তাঁকে দেখতে আসেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, মানসিক চাপের জন্যই মদনের বুকে ব্যথা হচ্ছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, বুধবার প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার পরে তাঁর গলায় অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বৃহস্পতিবারই হতে পারে অস্ত্রোপচার। বোর্ডে রয়েছেন, চেস্ট মেডিসিন, মেডিসিন আইসিইউ, অ্যানেস্থেশিয়া, এন্ডোক্রিনোলজি এবং ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

এসএসকেএম হাসপাতালে ঢোকার আগে মদন বলেন, ‘‘আমাকে চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত হঠাৎ ফোন করে বললেন, আমার গলার ভিতরে একটি টিউমার পাওয়া গিয়েছে। সেটি ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আগামী কাল সকালে মেডিক্যাল বোর্ড বসবে।’’ মদন জানান, তাঁর গলায় প্রচণ্ড ব্যথা (অ্যাকিউট পেইন) হচ্ছে। চিৎকার করতে গেলে আওয়াজ ভেঙে যাচ্ছে। তাঁর আশঙ্কা, ‘‘আমার ভোকাল কর্ড বোধহয় নষ্ট হয়ে গিয়েছে।’’

সোমবার নজরুল মঞ্চের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বাজেট অধিবেশনে তৃণমূলের সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, কোনও সমস্যার কারণে কোনও বিধায়ক যদি অধিবেশনে যোগ দিতে না পারেন, তবে অবশ্যই তাঁকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে সে বিষয়ে অবহিত করতে হবে। মদনের ঘনিষ্ঠমহল সূত্রে জানানো হয়েছে, স্পিকারকে জানিয়েই হাসপাতালে ভর্তি করানো হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ককে।

অন্য বিষয়গুলি:

Madan Mitra TMC TMC MLA SSKM Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy