Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
সম্ভাবনা তৈরি হতে পারে। আর তা না হলে কিন্তু ধোনির জন্য দরজা চিরকালের
Indian Engineers

‘আইপিএলে ভাল খেলতে না পারলে ধোনির আন্তর্জাতিক কেরিয়ার শেষ’

ত্যন্ত এলাকায় শহুরে চিকিৎসকেরা আসতে চান না! বর্ধমানের মেমারির আব্দুল কাদের সরকার অবশ্য

বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে? বিজেপি-র কাছে এখন এটি লাখ টাকার প্রশ্ন। কারণ, দলের অঙ্ক বলছে,

বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে? বিজেপি-র কাছে এখন এটি লাখ টাকার প্রশ্ন। কারণ, দলের অঙ্ক বলছে, (AP photo)

Shirsendu Chakraborty, Joydip Banerjee
জাকার্তাো শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১১:৪৫
Share: Save:

শীতের ভরা মরসুমে যেন বসন্তের আমেজ! পারদ চড়তে চড়তে কলকাতায় একে বারে ১৯ ডিগ্রির ঘরে পৌঁছে গেল। সমতল থেকে পাহাড়ে তাপমাত্রা বেড়েই চলছে। যদিও মকর সংক্রান্তিতে কিছুটা হলেও পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

যদিও কলকাতায় ফের কনকনে ঠান্ডা পড়বে কি না, তা এখনই বলতে পারছে না আলিপুর। তবে সম্ভাবনা খুবই কম বলে জানাচ্ছে তারা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তুরে শীতল বাতাস রাজ্যে ঢুকতে হোঁচট খাচ্ছে। দাপট বাড়ছে পূবালী হাওয়ার। সে কারণে রাজ্য জুড়েই শীতের ভরা মরসুমে বসন্তের আমেজ মালুম হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি আরও বাড়ছে। বস্তুত, শীতের পোষাক সরিয়ে এখন পাখা-এসিও চালাতে হচ্ছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দিনের বেলাতেও তাপমাত্রা বৃদ্ধি চোখে পড়ার মতোই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ক্ষেত্রেও যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন কলকাতার আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ১২ জানুয়ারির পর কিছুটা হলেও পারদ নামবে। উত্তর-পশ্চিম ভারতে দিয়ে উত্তুরে হাওয়া ঢোকে এ রাজ্যে। সেখানেই বাধা পাচ্ছে শীতল বাতাস। উল্টে অন্ধ্রপ্রদেশ দিয়ে এ রাজ্য ঢুকছে গরম বাতাস।

পাহাড়েও পারদ তরতরিয়ে বেড়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি, কোচবিহার ১১, জলপাইগুড়ি ১২.৮, কালিম্পং ৭.৫, শিলিগুড়ি ১১.৬ ডিগ্রি। পুরুলিয়া এবং পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। বাঁকুড়া, দিঘা, বর্ধমান, ক্যানিং ১৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্য বিষয়গুলি:

Diabetis Indian Engineers Congress All India Institutes of Medical Science Airstrikes Air Pollution All India Trinamool Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy