কলকাতায় শীতের পারদ নামছে। —ফাইল চিত্র।
মাঝ-ডিসেম্বরে আরও জাঁকিয়ে বসছে শীত। চলতি মাসের শুরুতে কলকাতায় শীত প্রায় ছিল না বললেই চলে। বরং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার একাধিক জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। সঙ্গে ছিল অকাল-বৃষ্টিও। কিন্তু নিম্নচাপের মেঘ সরতে না সরতেই ভোল বদলে গিয়েছে আবহাওয়ার। হু হু করে পারদ নামতে শুরু করেছে। শনিবারের পর রবিবারও মরসুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির নীচে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার পারদ আরও এক ধাপ নেমে গিয়েছে। এ ছাড়া, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।
রবিবার কলকাতায় আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
কলকাতায় ১৩ ডিগ্রি হলেও জেলায় জেলায় ইতিমধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে দাপিয়ে ব্যাটিং করছে শীত। দার্জিলিং, কালিম্পঙে তুষারপাত চলছে গত কয়েক দিন ধরেই। ফলে পর্যটকদের ভিড় বেড়েছে শৈলশহরে। রাজ্যে আপাতত আবহাওয়া থাকবে শুকনো, জানিয়েছে হাওয়া অফিস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy