রবিবার প্রধান পরীক্ষকের কাছে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার কাজ করলে সেই ছুটি অন্য কোনও কাজের দিনে নিতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষকেরা। একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ, সোমবার থেকে মাধ্যমিকের খাতা পরীক্ষকদের বিতরণ করা শুরু হবে। পর্ষদ জানিয়েছে, অন্য কয়েকটি দিনের সঙ্গে ২, ৯ এবং ১৬ মার্চ খাতা জমা দেওয়ার তারিখ পড়েছে। ওই তিনটি দিন রবিবার। কোনও পরীক্ষক যদি ওই তিন দিনের মধ্যে কোনও এক দিন বা তিন দিনই খাতা জমা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত থাকেন, সে ক্ষেত্রে তাঁরা পরবর্তী যে কোনও কাজের দিন ছুটি পাবেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এই ছুটি মঞ্জুর করবেন। তবে, এ ক্ষেত্রে সেই পরীক্ষককে প্রধান পরীক্ষকের কাছ থেকে উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)