প্রতীকী ছবি।
কম্পিউটার সায়েন্সের কৃতী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গরফা এলাকায়। মৃতের নাম উৎকর্ষ রাজ (২৩)। তাঁর বাড়ি বিহারের মুজফ্ফরপুরে।
কলকাতার হেরিটেজ কলেজে উৎকর্ষ পড়তেন। গরফার পূর্বাচলে দুই বন্ধুর সঙ্গে ভাড়ার ফ্ল্যাটবাড়িতে থাকতেন। দেওয়ালিতে বন্ধুরা বাড়ি চলে গেলেও উৎকর্ষ কলকাতাতেই থেকে যান। সোমবার এক বন্ধু ফ্ল্যাটে ফিরে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। তিনি প্রতিবেশীদের খবর দেন। তাঁরা দরজার তালা ভেঙে দেখেন, উৎকর্ষের দেহ গলায় গামছা জড়ানো অবস্থায় পাখার সঙ্গে ঝুলছে। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, উৎকর্ষ অবিবাহিত। শুভম গোয়েন্কা এবং মোহিত চৌধুরী নামে দুই বন্ধুর সঙ্গে তিনি পূর্বাচলের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাঁরা প্রত্যেকেই হেরিটেজ কলেজের কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারের ছাত্র। পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে সব সময়েই উৎকর্ষ চিন্তিত থাকতেন বলে পুলিশ তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে। শুভম এবং মোহিত দেওয়ালির সময় বাড়ি চলে যান। এ দিন মোহিত বেলা সাড়ে ১২টা নাগাদ জামশেদপুর থেকে কলকাতায় ফিরে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখেন। বেশ কয়েক বার দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পাওয়ায় সে প্রতিবেশীদের বিষয়টি জানান। মোহিত পুলিশকে জানিয়েছেন, সব চেষ্টার পরেও যখন দরজা কেউ খুলছেন না, তখন তিনি করাত দিয়ে তালা কাটেন। ঘরে ঢুকে দেখেন, উৎকর্ষের গলায় গামছা জড়ানো। সিলিং ফ্যানের সঙ্গে তাঁর দেহ ঝুলছে।
প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও অন্যান্য দিকও খতিয়ে দেখছে পুলিশ। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি পুলিশের কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy