Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
British Era

গ্রামের মেয়ে থেকে সিরিয়াল কিলার, ব্রিটিশ কলকাতার ‘জ্যাক দ্য রিপার’ এই যৌনকর্মী

জ্যাক দ্য রিপারেরও আট বছর আগে কলকাতায় একের পর এক তরুণীকে খুন করত ত্রৈলোক্যতারিণী। এবং তা করত স্রেফ গয়নার লোভে। খুনের পাশাপাশি সিদ্ধহস্ত ছিল অন্য অপরাধেও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১০:০০
Share: Save:
০১ ২২
অজ পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত কুলীন বংশের মেয়ে থেকে সিরিয়াল কিলার। এই পরিণতি হয়েছিল যার, তার নাম ত্রৈলোক্যতারিণী। উনিশ শতকের এই নৃশংস হত্যাকারীর নাম হয়তো প্রকাশ্যেই আসত না, যদি না গোয়েন্দাগিরির পাশাপাশি কলমও ধরতেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়।

অজ পাড়াগাঁয়ের সম্ভ্রান্ত কুলীন বংশের মেয়ে থেকে সিরিয়াল কিলার। এই পরিণতি হয়েছিল যার, তার নাম ত্রৈলোক্যতারিণী। উনিশ শতকের এই নৃশংস হত্যাকারীর নাম হয়তো প্রকাশ্যেই আসত না, যদি না গোয়েন্দাগিরির পাশাপাশি কলমও ধরতেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়।

০২ ২২
ব্রিটিশ কলকাতার দু’টি অংশ ছিল। একটি, ব্রিটিশ-সহ ইউরোপীয়দের জন্য। তার নাম ছিল ‘হোয়াইট টাউন’। অন্যটি দেশীয়দের, সেখানে পা পড়ত না সাহেবদের। এলাকার নাম দেওয়া হয়েছিল ‘ব্ল্যাক টাউন’। নামে বর্ণবিদ্বেষের মতো দুই এলাকার মধ্যে ছিল সংস্কারের আকাশপাতাল বিদ্বেষ।

ব্রিটিশ কলকাতার দু’টি অংশ ছিল। একটি, ব্রিটিশ-সহ ইউরোপীয়দের জন্য। তার নাম ছিল ‘হোয়াইট টাউন’। অন্যটি দেশীয়দের, সেখানে পা পড়ত না সাহেবদের। এলাকার নাম দেওয়া হয়েছিল ‘ব্ল্যাক টাউন’। নামে বর্ণবিদ্বেষের মতো দুই এলাকার মধ্যে ছিল সংস্কারের আকাশপাতাল বিদ্বেষ।

০৩ ২২
এই ‘ব্ল্যাক টাউন’-এ স্বভাবতই অপরাধের হার ছিল অনেক বেশি। মূলত সেই অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট কিছু অফিসার। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়নাথ মুখোপাধ্যায়। ১৮৭৮-১৯১১ অবধি তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশে।

এই ‘ব্ল্যাক টাউন’-এ স্বভাবতই অপরাধের হার ছিল অনেক বেশি। মূলত সেই অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট কিছু অফিসার। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়নাথ মুখোপাধ্যায়। ১৮৭৮-১৯১১ অবধি তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশে।

০৪ ২২
তাঁর তিন দশকের কর্মজীবনে দেখা এবং অনুসন্ধান করা কিছু রোমহর্ষক অভিজ্ঞতা তিনি লিখেছিলেন ‘দারোগার দপ্তর’ পত্রিকায়। বাংলায় এই অপরাধ বিষয়ক পত্রিকা বা ক্রাইম ম্যাগাজিন শুরু করেছিলেন প্রিয়নাথ নিজেই। একসময় তা চলে গিয়েছিল বিস্মৃতির অন্তরালে। পরে বই হয়ে প্রকাশিত হওয়ায় আবার প্রচারের আলোয় আসে ‘দারোগার দপ্তর’।

তাঁর তিন দশকের কর্মজীবনে দেখা এবং অনুসন্ধান করা কিছু রোমহর্ষক অভিজ্ঞতা তিনি লিখেছিলেন ‘দারোগার দপ্তর’ পত্রিকায়। বাংলায় এই অপরাধ বিষয়ক পত্রিকা বা ক্রাইম ম্যাগাজিন শুরু করেছিলেন প্রিয়নাথ নিজেই। একসময় তা চলে গিয়েছিল বিস্মৃতির অন্তরালে। পরে বই হয়ে প্রকাশিত হওয়ায় আবার প্রচারের আলোয় আসে ‘দারোগার দপ্তর’।

০৫ ২২
সমাধান করেছিলেন, এবং করতে পারেননি, দু’ধরনের কেসের কথাই লিখেছেন প্রিয়নাথ। তাঁর দেখা ভয়ঙ্করতম অপরাধীদের মধ্যে এক জন ছিল ত্রৈলোক্যতারিণী। ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে বার বার বেঁচে যেত এই বাঙালি তরুণী। একাধিক খুন ও লুঠপাটের পরে অবশেষে তাকে ধরতে সমর্থ হন প্রিয়নাথ। সেই অভিজ্ঞতা তিনি লিখেছিলেন নিজের পত্রিকায়। কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন স্থান-কাল-পাত্র।

সমাধান করেছিলেন, এবং করতে পারেননি, দু’ধরনের কেসের কথাই লিখেছেন প্রিয়নাথ। তাঁর দেখা ভয়ঙ্করতম অপরাধীদের মধ্যে এক জন ছিল ত্রৈলোক্যতারিণী। ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে বার বার বেঁচে যেত এই বাঙালি তরুণী। একাধিক খুন ও লুঠপাটের পরে অবশেষে তাকে ধরতে সমর্থ হন প্রিয়নাথ। সেই অভিজ্ঞতা তিনি লিখেছিলেন নিজের পত্রিকায়। কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন স্থান-কাল-পাত্র।

০৬ ২২
সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের ভয়ে ত্রস্ত ছিল উনিশ শতকের লন্ডন। শিকারের দেহ চিরে খুন করার ধরন থেকে তার নামের সঙ্গে জুড়েছিল ‘রিপার’ শব্দটি। তার পরিচয় এবং সে নিজে অধরাই থেকে যায় লন্ডন পুলিশের কাছে। কিন্তু জ্যাক দ্য রিপারেরও আট বছর আগে কলকাতায় একের পর এক তরুণীকে খুন করত ত্রৈলোক্যতারিণী। এবং তা করত স্রেফ গয়নার লোভে। খুনের পাশাপাশি সিদ্ধহস্ত ছিল অন্য অপরাধেও।

সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপারের ভয়ে ত্রস্ত ছিল উনিশ শতকের লন্ডন। শিকারের দেহ চিরে খুন করার ধরন থেকে তার নামের সঙ্গে জুড়েছিল ‘রিপার’ শব্দটি। তার পরিচয় এবং সে নিজে অধরাই থেকে যায় লন্ডন পুলিশের কাছে। কিন্তু জ্যাক দ্য রিপারেরও আট বছর আগে কলকাতায় একের পর এক তরুণীকে খুন করত ত্রৈলোক্যতারিণী। এবং তা করত স্রেফ গয়নার লোভে। খুনের পাশাপাশি সিদ্ধহস্ত ছিল অন্য অপরাধেও।

০৭ ২২
ঠান্ডা মাথার খুনিতে পরিণত হওয়া ত্রৈলোক্যর জীবন শুরু হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি, বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল ত্রৈলোক্যতারিণী দেবীর। সব রকম সামাজিকতা মেনে ত্রৈলোক্যর জন্য পাত্র জোগাড় করতে সে সময়ের প্রেক্ষিতে কিছুটা দেরি-ই হয়ে যায়। তেরো বছর বয়সে ত্রৈলোক্যর বিয়ে হয় ষাটোর্ধ্ব এক প্রৌঢ়ের সঙ্গে।

ঠান্ডা মাথার খুনিতে পরিণত হওয়া ত্রৈলোক্যর জীবন শুরু হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি, বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল ত্রৈলোক্যতারিণী দেবীর। সব রকম সামাজিকতা মেনে ত্রৈলোক্যর জন্য পাত্র জোগাড় করতে সে সময়ের প্রেক্ষিতে কিছুটা দেরি-ই হয়ে যায়। তেরো বছর বয়সে ত্রৈলোক্যর বিয়ে হয় ষাটোর্ধ্ব এক প্রৌঢ়ের সঙ্গে।

০৮ ২২
কিন্তু স্বামীর সঙ্গে সংসার কোনওদিন আক্ষরিক অর্থেই করেনি সে। একাধিক স্ত্রী-র স্বামী ওই প্রৌঢ় ত্রৈলোক্যতারিণীকে নিজের বাড়িতে নিয়ে যাননি। সতীনদের সঙ্গে সংসার করার ইচ্ছে ছিল না ত্রৈলোক্যতারিণীর নিজেরও। শ্বশুরবাড়ির বদলে তার দিন কাটতে থাকে গ্রামের বাড়িতেই। কয়েক বছ পরে প্রৌঢ়ের মৃত্যু হওয়াতে শ্বশুরবাড়ির দরজা বন্ধই হয়ে যায় তার জন্য। গ্রামে নিঃসঙ্গ জীবনে পরিচয় হয় এক বৈষ্ণবীর সঙ্গে।

কিন্তু স্বামীর সঙ্গে সংসার কোনওদিন আক্ষরিক অর্থেই করেনি সে। একাধিক স্ত্রী-র স্বামী ওই প্রৌঢ় ত্রৈলোক্যতারিণীকে নিজের বাড়িতে নিয়ে যাননি। সতীনদের সঙ্গে সংসার করার ইচ্ছে ছিল না ত্রৈলোক্যতারিণীর নিজেরও। শ্বশুরবাড়ির বদলে তার দিন কাটতে থাকে গ্রামের বাড়িতেই। কয়েক বছ পরে প্রৌঢ়ের মৃত্যু হওয়াতে শ্বশুরবাড়ির দরজা বন্ধই হয়ে যায় তার জন্য। গ্রামে নিঃসঙ্গ জীবনে পরিচয় হয় এক বৈষ্ণবীর সঙ্গে।

০৯ ২২
সেই বৈষ্ণবীর মারফত ত্রৈলোক্যতারিণীর সঙ্গে আলাপ হয় এক যুবকের। তার সঙ্গেই ক্রমে ঘনিষ্ঠ হয় সম্পর্ক। ওই বৈষ্ণবীর বাড়িতেই মাঝে মাঝেই গোপনে দেখা হত তাদের। এর পর একদিন মারা যান বৃদ্ধা বৈষ্ণবী। কিছু দিনের মধ্যে ত্রৈলোক্যতারিণীর গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেল। প্রণয়ীর সঙ্গে গ্রাম ছেড়ে কলকাতা পৌঁছল ত্রৈলোক্যতারিণী।

সেই বৈষ্ণবীর মারফত ত্রৈলোক্যতারিণীর সঙ্গে আলাপ হয় এক যুবকের। তার সঙ্গেই ক্রমে ঘনিষ্ঠ হয় সম্পর্ক। ওই বৈষ্ণবীর বাড়িতেই মাঝে মাঝেই গোপনে দেখা হত তাদের। এর পর একদিন মারা যান বৃদ্ধা বৈষ্ণবী। কিছু দিনের মধ্যে ত্রৈলোক্যতারিণীর গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গেল। প্রণয়ীর সঙ্গে গ্রাম ছেড়ে কলকাতা পৌঁছল ত্রৈলোক্যতারিণী।

১০ ২২
কিন্তু নিপাট নিটোল সংসার তার কাছে কোনওদিন ধরা দেয়নি। ত্রৈলোক্যতারিণীকে কলকাতার নিষিদ্ধপল্লি তেরাখে তার প্রণয়ী। গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতও না ওই এলাকার বৈশিষ্ট্য। যখন টের পেল, তখন ফেরার পথ বন্ধ। বুঝল, ওই পরিবেশেই তাকে থাকতে হবে। ধীরে ধীরে সে অভ্যস্ত হতে থাকল সোনাগাছির প্রচলিত রীতিনীতিতে।

কিন্তু নিপাট নিটোল সংসার তার কাছে কোনওদিন ধরা দেয়নি। ত্রৈলোক্যতারিণীকে কলকাতার নিষিদ্ধপল্লি তেরাখে তার প্রণয়ী। গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতও না ওই এলাকার বৈশিষ্ট্য। যখন টের পেল, তখন ফেরার পথ বন্ধ। বুঝল, ওই পরিবেশেই তাকে থাকতে হবে। ধীরে ধীরে সে অভ্যস্ত হতে থাকল সোনাগাছির প্রচলিত রীতিনীতিতে।

১১ ২২
ক্রমশ মক্ষীরানি হয়ে দেখা দিল ত্রৈলোক্যতারিণী। এর মধ্যেই এক দিন মারা গেল তার প্রণয়ী। কিন্তু তখন তার কোনও অর্থকষ্ট নেই। এ ভাবেই কাটল দেড় দশক। এমন সময়ে তার জীবনে এল জনৈক কালীবাবু। পরবর্তীকালে সে-ই ছিল ত্রৈলোক্যর মূল প্রণয়ী এবং সেই সঙ্গে অপরাধের চক্রী। কিন্তু বেশি দিন সেরা সময় থাকল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ত্রৈলোক্যতারিণীর জনপ্রিয়তা। কিন্তু জীবনের দুঃসময়েও তার পাশে ছিল কালীবাবু। এমনকি, স্ত্রীবিয়োগের পরে তার একমাত্র ছেলেকে বড় করে তোলে ত্রৈলোক্যতারিণী।

ক্রমশ মক্ষীরানি হয়ে দেখা দিল ত্রৈলোক্যতারিণী। এর মধ্যেই এক দিন মারা গেল তার প্রণয়ী। কিন্তু তখন তার কোনও অর্থকষ্ট নেই। এ ভাবেই কাটল দেড় দশক। এমন সময়ে তার জীবনে এল জনৈক কালীবাবু। পরবর্তীকালে সে-ই ছিল ত্রৈলোক্যর মূল প্রণয়ী এবং সেই সঙ্গে অপরাধের চক্রী। কিন্তু বেশি দিন সেরা সময় থাকল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে ত্রৈলোক্যতারিণীর জনপ্রিয়তা। কিন্তু জীবনের দুঃসময়েও তার পাশে ছিল কালীবাবু। এমনকি, স্ত্রীবিয়োগের পরে তার একমাত্র ছেলেকে বড় করে তোলে ত্রৈলোক্যতারিণী।

১২ ২২
কিন্তু সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান। শেষে অন্ধকার পথে পা রাখল ত্রৈলোক্যতারিণী ও তার প্রণয়ী কালীবাবু। প্রথমে তারা ধনী ঘরের ছেলেদের নেশার ঘোরে বুঁদ করে লুঠপাট করত। সঙ্গে চলত ব্ল্যাকমেলিং-ও। পাশাপাশি চলত নানা রকমের প্রতারণা।

কিন্তু সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান। শেষে অন্ধকার পথে পা রাখল ত্রৈলোক্যতারিণী ও তার প্রণয়ী কালীবাবু। প্রথমে তারা ধনী ঘরের ছেলেদের নেশার ঘোরে বুঁদ করে লুঠপাট করত। সঙ্গে চলত ব্ল্যাকমেলিং-ও। পাশাপাশি চলত নানা রকমের প্রতারণা।

১৩ ২২
কালীবাবু শিকার ধরত। তারপর নিজের জালে জড়িয়ে তাদের সর্বনাশ করত ত্রৈলোক্যতারিণী। ঠিকানা পাল্টে নিজের সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্রের। পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয়স্বজন। তার পর সুযোগ বুঝে সব গয়নাপত্র নিয়ে বাবা-মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসত ‘নতুন বউ’। সঙ্গে তার ‘পরিজনরা’। পরে ভুয়ো ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যেত না।

কালীবাবু শিকার ধরত। তারপর নিজের জালে জড়িয়ে তাদের সর্বনাশ করত ত্রৈলোক্যতারিণী। ঠিকানা পাল্টে নিজের সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্রের। পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয়স্বজন। তার পর সুযোগ বুঝে সব গয়নাপত্র নিয়ে বাবা-মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসত ‘নতুন বউ’। সঙ্গে তার ‘পরিজনরা’। পরে ভুয়ো ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পাওয়া যেত না।

১৪ ২২
পর পর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের। এর পর কলকাতার রাস্তা থেকে শিশুকন্যাদের অপহরণ তারা। সে সময় কিছু পরিবারের বিয়েতে কন্যাপণ দেওয়ার রীতি ছিল। সে রকম পরিবারে অপহৃত বালিকাদের বিয়ে দিত ত্রৈলোক্যতারিণী। পুলিশের তৎপরতায় এক দিন বন্ধ হলে সেই চক্র। কিন্তু ত্রৈলোক্যতারিণীর টিকির খোঁজও পেল না পুলিশ। এক চক্র বন্ধ হলে নিত্যনতুন চক্র খুঁজে বার করত তারা।

পর পর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের। এর পর কলকাতার রাস্তা থেকে শিশুকন্যাদের অপহরণ তারা। সে সময় কিছু পরিবারের বিয়েতে কন্যাপণ দেওয়ার রীতি ছিল। সে রকম পরিবারে অপহৃত বালিকাদের বিয়ে দিত ত্রৈলোক্যতারিণী। পুলিশের তৎপরতায় এক দিন বন্ধ হলে সেই চক্র। কিন্তু ত্রৈলোক্যতারিণীর টিকির খোঁজও পেল না পুলিশ। এক চক্র বন্ধ হলে নিত্যনতুন চক্র খুঁজে বার করত তারা।

১৫ ২২
এ ভাবে এক বার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে গেল দু’জনেই। গয়নার লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজ-এস্টেটের কর্মচারীকে। সেই মামলায় আইনের বিচারে কালীর প্রাণদণ্ড হয়। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ত্রৈলোক্যতারিণী। এর পর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে। অর্থকষ্ট হলেও শুরু করবে নতুন জীবন। সেইমতো পালিত সন্তানকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগল অন্য পাড়ায়। কিন্তু বেশি দিন দারিদ্র সহ্য করতে পারল না ত্রৈলোক্যতারিণী। অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল অতীতের সোনালি দিনের মোহ।

এ ভাবে এক বার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে গেল দু’জনেই। গয়নার লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজ-এস্টেটের কর্মচারীকে। সেই মামলায় আইনের বিচারে কালীর প্রাণদণ্ড হয়। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ত্রৈলোক্যতারিণী। এর পর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে। অর্থকষ্ট হলেও শুরু করবে নতুন জীবন। সেইমতো পালিত সন্তানকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগল অন্য পাড়ায়। কিন্তু বেশি দিন দারিদ্র সহ্য করতে পারল না ত্রৈলোক্যতারিণী। অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল অতীতের সোনালি দিনের মোহ।

১৬ ২২
এ বার পাখির চোখ হল সোনার গয়না। সে নিশানা করত নিষিদ্ধ এলাকার ধনী বাসিন্দাদের, যাদের অনেক গয়না আছে। প্রথমে ঘনিষ্ঠ হয়ে তাঁদের মন জয় করত। তার পর এক গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগানবাড়িতে। তার আগে ত্রৈলোক্যতারিণী নিশ্চিত করত, যাতে ‘শিকারের’ গায়ে গয়না থাকে।

এ বার পাখির চোখ হল সোনার গয়না। সে নিশানা করত নিষিদ্ধ এলাকার ধনী বাসিন্দাদের, যাদের অনেক গয়না আছে। প্রথমে ঘনিষ্ঠ হয়ে তাঁদের মন জয় করত। তার পর এক গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে তাদের নিয়ে যেত মানিকতলার পরিত্যক্ত বাগানবাড়িতে। তার আগে ত্রৈলোক্যতারিণী নিশ্চিত করত, যাতে ‘শিকারের’ গায়ে গয়না থাকে।

১৭ ২২
পুলিশের দাবি, ত্রৈলোক্য স্বীকার করেছে, এর পর সে তার ‘শিকারদের’ বলত গুরুদেবের কাছে যাওয়ার আগে বাগানবাড়ির পুকুরে স্নান করে নিতে। তার আগে সব গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দিত। এর পর পুকুরে স্নান করার সময় শিকারকে ডুবিয়ে মারত সে। এ ভাবে তিন বছরে পাঁচ জনকে মেরে তাঁদের গয়না লুঠ করেছিল ত্রৈলোক্য। ওই পুকুর থেকে একের পর এক দেহ উদ্ধার হলেও ত্রৈলোক্যকে কেউ ধরতে পারেনি।

পুলিশের দাবি, ত্রৈলোক্য স্বীকার করেছে, এর পর সে তার ‘শিকারদের’ বলত গুরুদেবের কাছে যাওয়ার আগে বাগানবাড়ির পুকুরে স্নান করে নিতে। তার আগে সব গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দিত। এর পর পুকুরে স্নান করার সময় শিকারকে ডুবিয়ে মারত সে। এ ভাবে তিন বছরে পাঁচ জনকে মেরে তাঁদের গয়না লুঠ করেছিল ত্রৈলোক্য। ওই পুকুর থেকে একের পর এক দেহ উদ্ধার হলেও ত্রৈলোক্যকে কেউ ধরতে পারেনি।

১৮ ২২
কিন্তু ত্রৈলোক্য ধরা পড়ে গেল ষষ্ঠ বার। অপরাধের সময় পরিত্যক্ত বাগানবাড়িতে ঢুকে পড়েছিল এক জন। ফলে ধরা পড়ে যায় ত্রৈলোক্য। বেঁচে যায় তার ষষ্ঠ শিকার। কিন্তু এ বারও সে ছাড়া পেয়ে গেল প্রমাণাভাবে। শাস্তির হাত থেকে বাঁচলেও সোনাগাছির পুরনো পাড়ায় পড়শিদের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলল। বদনাম এড়াতে পালিত ছেলে হরিকে নিয়ে সে এসে উঠল চিৎপুরের পাঁচু ধোপানি লেনের এক বাড়িতে। সরাসরি নিষিদ্ধ এলাকা না হলেও ওই বাড়ির বাসিন্দারা জড়িত ছিল দেহব্যবসার সঙ্গেই।

কিন্তু ত্রৈলোক্য ধরা পড়ে গেল ষষ্ঠ বার। অপরাধের সময় পরিত্যক্ত বাগানবাড়িতে ঢুকে পড়েছিল এক জন। ফলে ধরা পড়ে যায় ত্রৈলোক্য। বেঁচে যায় তার ষষ্ঠ শিকার। কিন্তু এ বারও সে ছাড়া পেয়ে গেল প্রমাণাভাবে। শাস্তির হাত থেকে বাঁচলেও সোনাগাছির পুরনো পাড়ায় পড়শিদের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলল। বদনাম এড়াতে পালিত ছেলে হরিকে নিয়ে সে এসে উঠল চিৎপুরের পাঁচু ধোপানি লেনের এক বাড়িতে। সরাসরি নিষিদ্ধ এলাকা না হলেও ওই বাড়ির বাসিন্দারা জড়িত ছিল দেহব্যবসার সঙ্গেই।

১৯ ২২
সেখানে থাকতে থাকতেই কয়েক বছরের মধ্যে আবার ত্রৈলোক্যতারিণীর মধ্যে জেগে উঠল রক্তের নেশা। এ বার সে নিশানা করল ওই বাড়িরই আর এক ভাড়াটে তরুণীকে। তার গয়না লুঠ করাই ছিল ত্রৈলোক্যর লক্ষ্য। অনেক দিন ধরে ছক কষতে থাকে সে। ষড়যন্ত্রের সঙ্গী করে আর এক ভাড়াটেকে। দু’জনে মিলে খাবারে মাদকদ্রব্য মিশিয়ে অচৈতন্য করে ওই তরুণীকে। তার পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।

সেখানে থাকতে থাকতেই কয়েক বছরের মধ্যে আবার ত্রৈলোক্যতারিণীর মধ্যে জেগে উঠল রক্তের নেশা। এ বার সে নিশানা করল ওই বাড়িরই আর এক ভাড়াটে তরুণীকে। তার গয়না লুঠ করাই ছিল ত্রৈলোক্যর লক্ষ্য। অনেক দিন ধরে ছক কষতে থাকে সে। ষড়যন্ত্রের সঙ্গী করে আর এক ভাড়াটেকে। দু’জনে মিলে খাবারে মাদকদ্রব্য মিশিয়ে অচৈতন্য করে ওই তরুণীকে। তার পর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।

২০ ২২
এই ঘটনার তদন্তভার যায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে। তিনি এর আগে ত্রৈলোক্যকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন প্রমাণের অভাবে। আইনের ফাঁক গলে বেরিয়ে যায় ত্রৈলোক্যতারিণী। কিন্তু পাঁচু ধোপানির গলির হত্যাকাণ্ডে তিনি ঠিক করলেন, এ বার কিছুতেই তাকে পালাতে দেবেন না। সেইমতো পরিকল্পনা করেন তিনি।

এই ঘটনার তদন্তভার যায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাছে। তিনি এর আগে ত্রৈলোক্যকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন প্রমাণের অভাবে। আইনের ফাঁক গলে বেরিয়ে যায় ত্রৈলোক্যতারিণী। কিন্তু পাঁচু ধোপানির গলির হত্যাকাণ্ডে তিনি ঠিক করলেন, এ বার কিছুতেই তাকে পালাতে দেবেন না। সেইমতো পরিকল্পনা করেন তিনি।

২১ ২২
ঘটনায় প্রথমে গ্রেফতার করা হলেও প্রিয়নাথ মুক্তি দেন ত্রৈলোক্যতারিণীকে। তারপর গ্রেফতার করেন ত্রৈলোক্যতারিণীর পালিত ছেলে হরিকে। রাজসাক্ষী করেন ত্রৈলোক্যতারিণীর সঙ্গী ষড়যন্ত্রীকে। এমন ভাবে ঘটনাক্রম সাজান, যাতে মনে হয় হরি-ই খুনি। সবাই এমন ভাবে সাক্ষ্য দেন, যেন হরি যে ঘটনায় জড়িত তা নিয়ে তারা নিশ্চিত।

ঘটনায় প্রথমে গ্রেফতার করা হলেও প্রিয়নাথ মুক্তি দেন ত্রৈলোক্যতারিণীকে। তারপর গ্রেফতার করেন ত্রৈলোক্যতারিণীর পালিত ছেলে হরিকে। রাজসাক্ষী করেন ত্রৈলোক্যতারিণীর সঙ্গী ষড়যন্ত্রীকে। এমন ভাবে ঘটনাক্রম সাজান, যাতে মনে হয় হরি-ই খুনি। সবাই এমন ভাবে সাক্ষ্য দেন, যেন হরি যে ঘটনায় জড়িত তা নিয়ে তারা নিশ্চিত।

২২ ২২
শেষে প্রিয়নাথের সাজানো ফাঁদে ধরা দিতে বাধ্য হয় ত্রৈলোক্যতারিণী। ছেলেকে বাঁচাতে অপরাধ স্বীকার করে সে। নিজের ঘরের লুকোনো জায়গা থেকে বার করে দেয় খুনের পরে নিহত তরুণীর লুঠ করা গয়না। এই ঘটনায় তার ফাঁসির শাস্তি হয়। অপরাধের ইতিহাসে এখানেই শেষ তার অধ্যায়। কলকাতা পুলিশের নথিতে সে-ই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার। তার বিচিত্র জীবনের কথা নিজের পত্রিকা ‘দারোগার দপ্তর’-এ, ১৩০৫ বঙ্গাব্দে লিখেছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ১১৯ বছর পেরিয়ে আজও সেই বিবরণ সমান রোমহর্ষক।
গ্রাফিক: তিয়াসা দাস

শেষে প্রিয়নাথের সাজানো ফাঁদে ধরা দিতে বাধ্য হয় ত্রৈলোক্যতারিণী। ছেলেকে বাঁচাতে অপরাধ স্বীকার করে সে। নিজের ঘরের লুকোনো জায়গা থেকে বার করে দেয় খুনের পরে নিহত তরুণীর লুঠ করা গয়না। এই ঘটনায় তার ফাঁসির শাস্তি হয়। অপরাধের ইতিহাসে এখানেই শেষ তার অধ্যায়। কলকাতা পুলিশের নথিতে সে-ই সম্ভবত প্রথম সিরিয়াল কিলার। তার বিচিত্র জীবনের কথা নিজের পত্রিকা ‘দারোগার দপ্তর’-এ, ১৩০৫ বঙ্গাব্দে লিখেছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। ১১৯ বছর পেরিয়ে আজও সেই বিবরণ সমান রোমহর্ষক। গ্রাফিক: তিয়াসা দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy