গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পূর্বের প্রতিবেশী। কামান-বন্দুকের গোলাগুলির শব্দে নিত্য দিন ঘুম ভাঙছে সেখানকার বাসিন্দাদের। এলাকায় এলাকায় শুধুই ভারী বুটের পদধ্বনি! পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে সিরিয়ার মতো দেশের শাসনভার বিদ্রোহীদের হাতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঢাকার। স্বস্তিতে নেই নয়াদিল্লিও।
ভারতের একেবারে পূর্ব প্রান্তের প্রতিবেশী মায়ানমার। যত সময় গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর আকার নিচ্ছে সেখানকার গৃহযুদ্ধ। একের পর এক এলাকা কব্জা করে চলেছেন বিদ্রোহীরা। তাঁদের সাঁড়াশি আক্রমণের চাপে কোণঠাসা হয়ে পড়েছে সেখানকার ফৌজি জুন্টা সরকার। আগামী দু’তিন মাসের মধ্যে এর পতনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশ্লেষকেরা।