চিকিৎসায় সাড়া দিচ্ছেন নির্যাতিতা। প্রতীকী ছবি।
এসএসকেএম হাসপাতালের তরফ থেকে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে বোলপুরের নির্যাতিতার। শারীরিক এবং মানসিক অবস্থার খুব একটা উন্নতি না হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানান এক চিকিৎসক।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ফরেন্সিক মেডিসিন, মেডিসিনের চিকিৎসক ও মনোবিদরা রয়েছেন মেডিক্যাল বোর্ডে। নির্যাতিতার দেহে কোনও সংক্রমণ হয়েছে কি না, তা দেখতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে জানান চিকিৎসক। বর্তমানে নির্যাতিতা শারীরিক ভাবে স্থিতিশীল থাকলেও কাউন্সেলিং চালিয়ে যেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বোলপুরের নির্যাতিতার শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে স্থানন্তরিত করা হয় তাঁকে। রাতেই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। দেওয়া হয় রক্তও। চিকিৎসকরা জানান, ঘটনার অভিঘাত এতটাই, তিনি ‘ট্রমাটাইজড’ হয়ে পড়েন। এর জেরে কথাও বলতে পারছিলেন না তিনি। খাওয়া দাওয়া করতেও চাইছিলেন না।
আতঙ্কের ভাব পুরোপুরি না কাটলেও এখন অল্প কথা বলছেন। সামান্য খাবার খাচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এক বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, আপাতত হাসপাতালে রেখে চিকিৎসা চলবে নির্যাতিতার। জোর দেওয়া হচ্ছে নিয়মিত কাউন্সেলিংয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy